খবরজেলার খবর

রেল লাইনে ফাটল হাউরে! অল্পের জন্য রক্ষা পেল আপ ঝাড়গ্রাম প্যাসেঞ্জার ট্রেন

Crack in the rail line! Jhargram passenger train narrowly saved

রেল লাইনে ফাটল হাউরে! অল্পের জন্য রক্ষা পেল আপ ঝাড়গ্রাম প্যাসেঞ্জার ট্রেন

 

পশ্চিম মেদিনীপুর, ভুবন মোহনকর: ০৪/১২/২০২২: দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের হাউর এবং রাধামোহনপুর রেল স্টেশনের মাঝে রেললাইনে শনিবার সকালে স্থানীয় অধিবাসীরা ফাটল লক্ষ্য(Crack in the rail line, Jhargram passenger train narrowly saved) করেন। ঐ সময়ে ঐ লাইন দিয়েই আপ সাঁতরাগাছি- ঝাড়গ্রাম লোকাল ট্রেন আসছিল। গ্রামবাসীরা লাল গামছা নাড়িয়ে ট্রেনটিকে থামায় বলে তাদের দাবি।

সাঁতরাগাছি- ঝাড়গ্রাম (০৮০৬৯) লোকাল ট্রেনের চালক ও স্থানীয় গ্রামবাসীদের তৎপরতায় দুর্ঘটনা এড়ানো যায়। প্রায় ৫ ঘন্টা পরে দুপুরে লাইন মেরামত করার পর ঐ আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 

তবে, খড়গপুর ডিভিশনের(Kharagpur Station) সিনিয়র ডিভিশনাল কমার্সিয়াল ম্যানেজার রাজেশ কুমার,রেল লাইনে ফাটলের ঘটনাকে প্রথমে অস্বীকার করলেও, পরে এই ফাটলকে শীতকালে রেল লাইনের সাধারণ ফাটল বলে জানিয়েছেন।

সেই সঙ্গেই তিনি জানান, রাত দশটা থেকে সকাল ছ’টা পর্যন্ত রেল লাইনের নজরদারির জন্য কর্মী নিয়োগ করা হয়েছে। খড়গপুর ডিভিশনের পক্ষ থেকে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে, নিছক শীতকালীন ফাটল নাকি কোনো দুর্ঘটনা ঘটনার চেষ্টা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.