কলকাতাখবরদেশবিদেশরাজ্যসাত মিনিটে সাম্প্রতিক

ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রে রুশের হামলা! চিন্তায় বিশ্ব 

ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রে রুশের হামলা! চিন্তায় বিশ্ব 

ভুবন মোহনকর: ০৪/০৩/২০২২: বৃহস্পতিবার গভীর রাতে জ়াপোরিঝঝিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে হামলা শুরু করে রুশ সেনাবাহিনী ৷ অবিরাম বোমা বর্ষণের মধ্যে এই আগুন নেভানো সম্ভব হচ্ছে না, জানিয়েছেন প্ল্যান্টের এক আধিকারিক।

যত দ্রুত সম্ভব ওই কেন্দ্রে হামলা চালানো বন্ধ করুক রাশিয়া, আরজি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির। একই আবেদন জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনও। পাশাপাশি তিনি এই বিষয়ে দ্রুত রাষ্ট্রসংঘে বৈঠকের দাবিও জানিয়েছেন। যদিও ওই পরমাণু কেন্দ্রের কর্তার দাবি, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবুও আতঙ্কের প্রহর কাটাচ্ছেন ইউক্রেনবাসী। অস্বস্তিতে সারা বিশ্বের শান্তিকামী যুদ্ধবিরোধী মানুষ।

 

নিউক্লিয়ার প্লান্টে কোনও ধরনের বোমা হামলা হলে বা কর্মীরা তাপমাত্রা নিয়ন্ত্রণে না রাখতে পারলে যে বড়সড় বিপর্যয়ের মুখে পড়তে পারে ইউক্রেন-সহ গোটা ইউরোপ, সেকথা তখনই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, চেরনোবিল আণবিক কেন্দ্রের দখল ইতিমধ্যেই নিয়েছে রুশ ফৌজ। সব মিলিয়ে পরমাণু যুদ্ধের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেই মত ওয়াকিবহাল মহলের।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.