অফবিটকলকাতাখবররাজ্যসাত মিনিটে সাম্প্রতিক

Vande Bharat Express : ট্রায়ালেই রকেট গতিতে ছুটল বন্দে ভারত এক্সপ্রেক্স! উদ্বোধন ৩০ শে ডিসেম্বর

ট্রায়ালেই রকেট গতিতে ছুটল বন্দে ভারত এক্সপ্রেক্স! উদ্বোধন ৩০ শে ডিসেম্বর

 

ভুবন মোহনকর: ২৬-১২-২০২২: সোমবার ট্রায়াল রানেই ট্র্যাক কাঁপিয়ে দিল অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেস(Vande Bharat Express) ট্রেনটি আগামী ৩০ ডিসেম্বর ট্রেনের ফিতে কাটবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে পূর্ব রেলের তরফে শুরু হল ট্রায়াল রান। ভোর ৫.৫৫ মিনিটে হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্ম থেকে পরীক্ষামূলক যাত্রা শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি(Howrah to New Jalpaiguruli) স্টেশন পর্যন্ত সপ্তাহে ৬ দিন চলবে এই ট্রেন।

 

চলুন একনজরে জানা যাক এই ট্রেনের বিশেষত্ব! ১৬ বগির এই ট্রেন চেন্নাইয়ে রেলের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হয়েছে। সর্বোচ্চ গতিবেগ ১৮০ কিমি প্রতি ঘন্টায়। আপাতত, ১২০-১৩০ কিমি বেগে চলবে। প্রায় ১১০০-১১৫০ জন যাত্রী নিয়ে চলাচল করবে। যাত্রা শুরু করবে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি। গন্তব্যে পৌঁছতে সময় লাগবে প্রায় ৮ ঘণ্টা।

প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইতিমধ্যে ট্রাকে নেমে পড়েছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। জানা গিয়েছে সপ্তাহে ছয় দিন যাতায়াত করবে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন।

 

জানা গিয়েছে, আগামী ৩০ ডিসেম্বর ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে সকাল ৫:৫০ মিনিটে। মালদা টাউন পৌঁছাবে সকাল ১০:৪৫ মিনিটে এবং সেখান থেকে ছাড়বে সকাল ১০:৫০ মিনিটে। নিউ জলপাইগুড়ি পৌঁছাবে দুপুর ১:৫০ মিনিটে। অর্থাত্‍ অর্থাত্‍ হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যেতে সময় লাগছে ৮ ঘন্টা।

 

এই বিশেষ ট্রেন টি চালানোর জন্য বিশেষ প্রশিক্ষণ নিতে ১০ জন মোটরমানকে পাঠানো হয়েছিলো গাজিয়াবাদে।তারা প্রশিক্ষণ শেষে হাওড়ায় ফিরেই ট্রাকে এই ট্রেনে ঝড় তুলেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.