ব্রেকিং নিউজঃ ত্রিকুট পাহাড়ে রোপ ওয়ে ভেঙে মৃত ২! ২৫০০ ফুট ওপরে ঝুলছে ৪৮ জন
ভুবন মোহনকর: আনন্দকর মুহূর্ত টা মুহূর্তে বদলে গেলো বিভৎস ঘটনায়। ত্রিকূট পাহাড়ে ভয়াবহ রোপওয়ে দুর্ঘটনা ৷ বায়ুসেনার তত্ত্বাবধানে উদ্ধারকাজ চললেও উচ্চতা বেশি হওয়ায় উদ্ধার কাজে সমস্যা হচ্ছে ৷ এই দুর্ঘটনার জেরে দুই মহিলার মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন ১০ জন। আহতদের মধ্যে মহিলা এবং শিশুও রয়েছে।
ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে ২ মহিলার মৃতদেহ ৷ প্রায় ১৮ ঘণ্টা কেটে যাওয়ার পরেও এখনও ৪৭-৪৮ জন ১২ টি ট্রলিতে ঝুলছেন । ঘটনাস্থলে পৌঁছেছে হেলিকপ্টার, বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা এবং স্থানীয় পুলিশ। ঝাড়খণ্ডের পর্যটন দফতরের সচিব অমিতাভ কৌশল বলেন, ‘‘ট্রলিতে ৪৮ জন এখনও আটকে রয়েছেন।
এ ছাড়া ১০ জন আহত হয়েছেন। আপাতত এক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।’’ ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হবে বলে ঝাড়খণ্ড রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে।