সমুদ্রতলে গোলাপ প্রবাল
কাতার ভিত্তিক এক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, প্রশান্ত মহাসাগরের তাহিতি দ্বীপে সমুদ্রের তলদেশে প্রায় ৩ কিমি এলাকা জুড়ে গোলাপ আকৃতির প্রবাল প্রাচীর এর সন্ধান পাওয়া গেছে।
যা গড়ে উঠতে আনুমানিক ২৫ বছর সময় নিয়েছে। প্রথম এই প্রবাল প্রাচীর টির খোঁজ পান বৈশ্বিক সাঁতারু দের একটি দল, এবং যার নেতৃত্ব দিয়েছেন ফরাসী আলোকচিত্রী আলেক্সাইন রোজেনফিল্ড।UNESCO র তথ্য অনুযায়ী, সাধারণত উষ্ণ জলে প্রবাল প্রাচীর গুলোর অবস্থান ২৫ মিটার গভীর পর্য্যন্ত হলেও, তাহিতির এই প্রবাল প্রাচীরটির গভীরতা ৩০-১২০ মিটারের মধ্যে।