খবরদেশরাজনীতিরাজ্য

CAA Act – সম্ভবত লোকসভা ভোটের আগেই আসতে চলেছে CAA-র ধারা

সম্ভবত লোকসভা ভোটের আগেই আসতে চলেছে CAA-র ধারা

 

সমস্ত বিরোধী দলগুলোর তীব্র আপত্তিকে উপেক্ষা করে এবার CAA-র ধারা আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। আর যা খবর, লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই CAA-র ধারা আনা হচ্ছে।

বলা হচ্ছে, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের হিন্দু সহ ৬টি সংখ্যালঘু সম্প্রদায়কে ভারতীয় নাগরিকত্ব দিতেই আনা হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন। ২০১৯ সালে এই আইনটি সংসদের অনুমোদন পেয়ে তৈরি হয়েছিল। তবে এই আইনের নিয়ম তৈরি হয়নি এতদিনে। তবে এবার রিপোর্টে দাবি করা হল, সিএএ সংক্রান্ত নিয়ম তৈরি হয়ে গিয়েছে। যদিও বিরোধী দল যে যে রাজ্যে ক্ষমতায় আসছে, সেখানে তারা এই ধারা প্রয়োগ করতে দেবে না বলেই জানিয়েছে।

 

জনৈক আধিকারিক জানিয়েছেন, সিএএ-র অধীনে নাগরিকত্ব পাওয়ার জন্য অনলাইনেই আবেদন জানানো যেতে পারে। এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পদক্ষেপ করছে। এর আগে বিগত ৪ বছর ধরে সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকার টালবাহানা করেছে। কোভিডের আগে দেশ জুড়ে সিএএ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল।

এই আবহে আইনটি কার্যকর হলেও তা প্রয়োগ করা হয়নি। এবার তা আসতে চলেছে। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন, কোনো ভাবেই এই রাজ্যে তিনি ওই ধারার প্রয়োগ করতে দেবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.