চেন্নাই এর দায়িত্ব ছাড়লেন এম. এস. ধোনি! নেতৃত্বে জাদেজা
ভুবন মোহনকর: ২৪/০৩/২০২২: আইপিএলের আগেই খুশির খবর পেলেন রবীন্দ্র জাডেজা, কিন্তু কী খবর? আইপিএলের (IPL 15) পঞ্চদশ মরশুমের আগে বড়সড় চমক। চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছাড়লেন মহেন্দ্র সিং ধোনি (M S Dhoni) এই মরশুমে চেন্নাইকে নেতৃত্ব দেবেন রবীন্দ্র জাদেজা।
ভবিষ্যতের কথা ভেবে সিএসকের নেতৃত্বের দায়িত্ব জাদেজার হাতে নিজেই তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাহি। তবে ক্রিকেটার হিসাবে সিএসকের হয়ে খেলবেন ধোনি। বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানিয়েছে চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজি।
উল্লেখ্য, ধোনির নেতৃত্বে বেশ কয়েকবার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে ৷ গতবার আইপিএল ফাইনালে তারা হারায় কলকাতা নাইট রাইডার্সকে ৷ তবে নেতৃত্ব ছাড়লেও আইপিএল খেলে যাবেন বলেই জানিয়েছেন, এমএস ধোনি ৷