খবরবিদেশসাত মিনিটে সাম্প্রতিক

দেশপ্রেম! আটকাতেই হবে রাশিয়া কে, তাই নিজেই নিজেকে ব্লাস্ট করলেন সেনা

দেশপ্রেম! আটকাতেই হবে রাশিয়া কে, তাই নিজেই নিজেকে ব্লাস্ট করলেন সেনা

ভুবন মোহনকর : ২৭/০২/২০২২ চারদিকে বোমা, গুলির শব্দ, বেজে চলেছে ভয়ার্ত সাইরেন (War)। যুদ্ধ লেগেছে (Russia-Ukraine War)। মাতৃভূমিকে বাঁচাতে তাই প্রাণপণ করে লড়ছেন ইউক্রেনের (Ukraine) সেনারা।

নিজের ক্ষমতা সীমিত জেনেও (Russia) তাঁরা পিছু হঠছেন না কিছুতেই, হাল ছাড়ছেন না কিছুতেই।রাশিয়ার ঘাতক ট্যাঙ্ক একের পর এক এদিন ধেয়ে আসছিল ক্রিমিয়ার দিক থেকে। সেই ট্যাঙ্কের সারি ইউক্রেনের মাটিতে প্রবেশ করলেই হত আরও শত শত প্রাণ যেত অকালে। তা আটকানোর জন্য এদিন নিজেকেই বলি দিলেন ইউক্রেনের এক সৈনিক।

 

একটি ব্রিজ সমেত নিজেকেও উড়িয়ে দিলেন তিনি। জানা গেছে, ইউক্রেনের সেই সৈনিকের নাম ভিটালি স্কাকুন। তিনি নৌ সেনার ব্যাটেলিয়ন ইঞ্জিনিয়র। যে ব্রিজটি ক্রিমিয়ার সঙ্গে ইউক্রেনের ভূখণ্ডকে সংযুক্ত করে সেই ব্রিজটি এদিন বিস্ফোরণে উড়িয়ে দিয়েছেন তিনি। তবে এই প্রক্রিয়ায় নিজেকেও প্রাণ দিতে হয়েছে। তাতে রাশিয়া থেকে ইউক্রেনের দিকে আসতে থাকা ঘাতক ট্যাঙ্কের গতিরোধ হয়েছে।ইউক্রেনের সশস্ত্র বাহিনী বলেছে যে ভলোদিমিরোভিচের পদক্ষেপ “শত্রুদের অগ্রগতি” ধীর করতে সাহায্য করেছে এবং তার সহকর্মীদের আবার দলবদ্ধ হওয়ার সুযোগ দিয়েছে।

বাহিনী আরও বলেছে যে তারা ভোলোদিমিরোভিচকে মরণোত্তর সম্মানে ভূষিত করার পরিকল্পনা করছে।

ইউক্রেনের বিদেশ দপ্তরের উপমন্ত্রীও তার কাজকে “বীরত্বপূর্ণ” বলে অভিহিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.