খবরদেশবিদেশসঞ্চয়সাত মিনিটে সাম্প্রতিক

যুদ্ধ শুরুর কিছুক্ষনের মধ্যেই শেয়ার বাজারে ব্যাপক ধস

যুদ্ধ শুরুর কিছুক্ষনের মধ্যেই শেয়ার বাজারে ব্যাপক ধস

ভুবন মোহনকর : ২৪/০২/২০২২; ইউক্রেনে আক্রমণ শুরু করে দিয়েছে রাশিয়া। বুধবার মধ্যরাতেই সেনা অভিযানের ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার সরাসরি প্রভাব পড়েছে শেয়ার বাজারে। সেনসেক্সের সূচক নেমে গেছে ১৪৫৮ পয়েন্টে। নিফটিরও পতন হয়েছে। ৪১৬ পয়েন্ট কমে নিফটির সূচক দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৪৬।

বিশ্ব বাজারেও রাশিয়া-ইউক্রেন সংঘাতের প্রভাব পড়েছে। এশিয়ার মার্কেটেও শেয়ার বাজারের সূচক হু হু করে নামছে। অর্থনতিবিদ দের মতে এসময় কোনো ভাবেই শেয়ারে বিনিয়োগ করা ঠিক না। তাতে অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণা করার পরই বিশ্বের বাজারে বাড়ল অপরিশোধিত তেলের দাম ৷ রাশিয়া ইউক্রেনে আক্রমণ করতে পারে এই আশঙ্কা থেকেই বৃহস্পতিবার অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ল ৷ এখন ব্যারেল প্রতি ওই জ্বালানির দাম ছুঁল ১০০ মার্কিন ডলার। সুতরাং, ভারতে যা পেট্রোপণ্যের ব্যবহার হয়, তার ৮০ শতাংশ বিদেশ থেকে আমদানি করা হয় ৷ ফলে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ শুরু হলে সেই আমদানিতে প্রভাব পড়বে ৷

 

তাতে ভারতে পেট্রোপণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা তো রয়েছেই (Oil price in India following Ukraine crisis) ৷ পাশাপাশি মূল্যবৃদ্ধির আশঙ্কা রয়েছে ৷ গত ক‍’দিন ধরে উদ্বেগের আঁচে এক নাগাড়ে পড়ছে শেয়ার বাজার। আর তার পাশাপাশি বেড়ে চলেছে সোনার দাম। গত মঙ্গলবারই কলকাতায় পাকা সোনার (২৪ ক্যারাট) ১০ গ্রাম প্রতি দর পৌঁছে যায় ৫১ হাজার ১৫০ টাকায়। এর সঙ্গে জিএসটি যোগ করলে ধরে দাম দাঁড়িয়েছে প্রায় ৫৩ হাজার টাকা। বুধবার সামান্য নেমেছিল দর। কিন্তু বৃহস্পতিবার ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হতেই সোনার বাজারে যুদ্ধ-প্রভাব।

সকালে বাজার খুলতেই দেখা যায়, এমসিএক্স (মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ)-এ ১০ গ্রাম প্রতি দাম প্রায় ১ হাজার ৪০০ টাকা বেড়ে গিয়েছে।শুধু ভারতের বাজারেই নয়, হলুদ ধাতুর দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে। আর তার জেরে সোনা আরও দামী ভারতে। বাজার বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ইউক্রেনে সংঘাতের পরিবেশ যত দিন বজায় থাকবে, তত দিন সোনার দাম বাড়তেই থাকবে। অন্য দিকে, পড়বে শেয়ার বাজার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.