অফবিটকিউরিওসিটি কিডসচাকরি ও শিক্ষাসাহিত্য ও সংস্কৃতি

আলোকিত পথের দিশা দেখায় বই, তাই বইয়ের কোন বিকল্প নেই

কলমে- শ্যামাপদ প্রামাণিক 

আলোকিত পথের দিশা দেখায় বই, তাই বইয়ের কোন বিকল্প নেই

:——————————————————————-

বইপড়া কেন পড়া কেন জরুরি:

——————————————

শ্যামাপদ প্রামাণিক: রসিকগঞ্জ: বইয়ের কোন বিকল্প নেই। বই ছাড়া একজন মানুষের পক্ষে নিজের জীবন গঠন ও এই পৃথিবীর ইতিহাস জানা অসম্ভব । শুধু এই পৃথিবীর কেন,? দেশের ও রাজ্যের কৃষ্টি ও শিল্পকলা ইতিহাস সেই প্রাচীনকাল থেকে সাম্প্রতিক সময়ের চলমান সময়ের ঘটে যাওয়া কোনো ঘটনা জানতে অবশ্যই বই পড়তে হবে । বই পড়েই এসব জানা যায় । নানা বিধ জ্ঞানলাভ ও অন্ধকার থেকে আলোয় ফেরার অন্যতম হাতিয়ার হল বই। প্রাচীন লোকসংস্কৃতির বৃত্তান্ত ও মন্দির, মসজিদ গির্জা উৎপত্তি ও ইতিহাস খুঁজতে বইয়ের সাহায্য নিতে হবে। তাই বইয়ের গুরুত্ব অসীম।

 

বই সমস্যা সমাধানের পথের দিশা দিতে পারে:

———————————————————————-

জীবন ও দেশকে সুন্দরভাবে গঠন এবং পরিচালনা করার জন্য বইয়ের সাহায্য নিতে হয়। বইয়েতে বিশিষ্ট লেখকদের লেখা থেকে দিশা ও পরিকল্পনার নানা পদ্ধতির বিবরণ থাকে। তাই বই কেনা ও বই পড়ার যথেষ্ট গুরুত্ব আছে ববই একজন অবসাদগ্রস্ত মানুষের মানসিক চাপ থেকে মুক্তি দিতে পারে বই । বই পড়লে যেমন আজে বাজেচিন্তা ও অবসাদ দূর করে তেমনি মন প্রফুল্ল হয়ে ওঠে। মন আনন্দে ঝর্ণায় ভরে যায়। কুচিন্তা ও বিপথে যেতে মন বাধাপ্রাপ্ত হয় ।এইসব সমস্যার সমাধানের পথ হল বই । বই বর্তমানে যে কোন সমস্যা থেকে স্বস্তি পেতে বইয়ের সাহায্য নেওয়া আবশ্যক। কারণ শত শত সমস্যার সমাধানের জন্য বই দোকানে বিভিন্ন লেখকের অসংখ্য বই পাওয়া যায়। তাই সমস্যায় পড়লেই সে বিষয়ে বই ক্রয় করে পড়া দরকার। বই পড়লে সমস্যা থেকে অতি সহজেই সমস্যা দূর হবার পথ খুঁজে পাওয়া যায়। যারা আজ প্রতিষ্ঠ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি করেছে ।তাদের নেপথ্য আছে বইয়ের বিরাট ভূমিকা। একজন আদর্শ মানুষ হয়ে উঠতে বই অন্যতম মাধ্যম।

 

সুখ দুঃখের বড় বন্ধু হলো বই:

—————————————————

বয়স্ক মানুষ কেন সব বয়সী মানুষের সুখ দুঃখের বড় বন্ধু হলো একটি বই ।‌ কারণ একজন রক্ত মাংসের বন্ধুকে সব সময় পাওয়া যায় না বা দেখা মেলে না। কিন্তু একটি বইকে সবসময় পাওয়া যায়। অবসর সময় কাটাতে বই হল চিরকালের শ্রেষ্ঠ ও ভালো বন্ধু ।

-টুপার বই সম্পর্কে বলেন ‘একটি ভালো বই হলো বর্তমান ও চিরকালের জন্য সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু।” -টুপার

আবার একজন মানুষ বই পড়ে অবসর জীবনে আলোর সন্ধান পেতে পারে । রক্ত মানুষের বন্ধুর সঙ্গে মনোমালিন্য ও সম্পর্কের অবনতি হতে পারে। কিন্তু বইয়ের সঙ্গে হয় না এ প্রসঙ্গে প্রতিভা বসু যা বলেন: বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সাথে কোনদিন ঝগড়া হয় না,কোনদিন মনোমালিন্য হয় না। “- প্রতিভা বসু তাই বই এর কোন বিকল্প হয় না।

 

বই পড়ার ক্ষেত্র বদল :

—————————————————

বর্তমান প্রজন্মের যারা নাগরিক ও যারা আগামীর কালিদাস। তারা বই পড়ে না বইয়ের প্রতি তাদের অনীহা। তারা ল্যাপটপ মোবাইল নিয়ে অবসর সময় কাটায়। এটা হয়তো বর্তমানে একটু বেশি বেড়েছে। কিন্তু সঙ্গে সঙ্গে বই পড়ার মাধ্যমের বদল ঘটেছে ।নেটে পড়েছে গুগল সার্চ করে পড়ছে । আবার অনেক তথ্যই গুগল থেকে পাচ্ছে না তাদের বইয়ের সাহায্য নিতে হচ্ছে। তাদের বই পড়তে হচ্ছে। বইয়ের প্রতি নিবিড়ভাবে তারা মনোযোগী হয়ে উঠছে । একথা বলাই বাহুল্য তাই বইয়ের কোন বিকল্প হয় না, হতেও পারে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.