অফবিটলাইফস্টাইলস্বাস্থ্য

Liver Cancer – লিভার ক্যান্সার – প্রাথমিক উপসর্গ 

  লিভার ক্যান্সার – প্রাথমিক উপসর্গ 

 

ক্যান্সার এখন এক ভয়ংকর মারনরোগ। প্রতিদিন প্রতিনিয়ত মানুষ ত্রাসে ভুগছে  ক্যান্সার নিয়ে। ক্যান্সার শরীরের সর্বত্র হতে পারে। তবে  লিভার ক্যান্সারে সংক্রমিত হচ্ছে মাত্রা ছাড়া। ক্যান্সার বিশেষজ্ঞরা বলছেন, লিভার ক্যান্সারের প্রাথমিক কিছু উপসর্গ থাকে। আর প্রথমে ধরা পড়লে লিভার ক্যান্সার সরানো যায়। এই

প্রাথমিক উপসর্গগুলো হলো – 

 

কারণ ছাড়াই দ্রুত ওজন কমছে।

খিদে পাচ্ছে না।

পেটের উপরের দিকে ব্যথা।

 

বমি বমি ভাব বা বমি হচ্ছে।

 

ক্লান্তি আসছে শরীরে, দুর্বল লাগছে।

 

পেট ফুলছে।

 

ত্বক হলুদ হয়ে পড়ছে।

 

চোখ হলুদ দেখাচ্ছে।

 

স্টুলের রং সাদা হয়ে গিয়েছে বা চকের মতো হয়েছে ইত্যাদি।

 

 

এই ধরনের লক্ষণ দেখা দিলেই সরাসরি চিকিৎসকের পরামর্শ নিয়ে ফেলুন। কারণ এই একই লক্ষণ অনেক রোগের থাকতে পারে। চিকিৎসক সবটা বুঝে নিয়ে কিছু টেস্ট দিতে পারেন। চিকিৎসকের পরামর্শে চললে দ্রুত আরোগ্যের সম্ভাবনা থাকে। এই লক্ষণ থাকলে অবহেলা করবেন না।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.