সাহিত্য ও সংস্কৃতি

নারী দিবসের কবিতা ” নারী ” – ✍️ রাকেশ কদম

                        কলমে – রাকেশ কদম

নারী

নারী তুমি জীবনে কখনো কন্যা কখনো জায়া আবার কখনো বা জননী|

তোমার জীবন যেন বৈচিত্রময় এক আরব্য কাহিনী |

তুমি যে দশভুজা-

কর্মময় জীবনে সবকিছু সামলাও, রয়েছে নিষ্ঠা নেই কোন ক্লেশ ;

স্বামী সন্তান পরিবার সমাজ সর্বত্র তোমার ভূমিকার নেই যে শেষ|

তুমি জানো –

“এ বিশ্বে যাকিছু মহান সৃষ্টি, চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর |”

 

কিন্তু কি পেলে জীবনে?

তার কি হিসেব করেছো কোনদিন ?

বদলে দেখিয়েছো উদারতা চিরদিন !

মাতৃ জঠর থেকে জীবনের অন্তিমকাল অবধি পেয়েছো শুধু ঘৃণা, লাঞ্ছনা, অবজ্ঞা, অবমাননা|

জাগো নারী জাগো , সদর্পে দাও নব জাগরণের ডাক |

বাঁচতে শেখ স্বাধীনভাবে সন্মান মর্যাদা নিয়ে |

তাবলে স্বাধীনতাকে উচ্ছৄংখলতায় পরিণত করো না যেন !

ভুলে যেও না সীতা সাবিত্রী দময়ন্তীর কথা |

তোমার হাত ধরেই যে গড়ে উঠবে নব বিশ্ব |

যেখানে থাকবেনা নারী পুরুষে ভেদাভেদ ,

থাকবেনা ঘৃণা, অবজ্ঞা, লাঞ্ছনা |

থাকবে শুধু প্রেম প্রীতি আর ভালোবাসা,

পাবে সবাই মর্যাদার সঙ্গে বাঁচার প্রেরণা |

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.