অফবিটসাহিত্য ও সংস্কৃতি

Ram Navami : শ্রীরামনবমীর তাৎপর্য , কলমে – অরূপরতন মিশ্র

শ্রীরামনবমীর তাৎপর্য :

কলমে – অরূপরতন মিশ্র

 

ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রী রামচন্দ্রের আবির্ভাব হয় ত্রেতাযুগে। তিনি ইক্ষ্বাকু বংশের অযোধ্যারাজ দশরথ এবং রাণী কৌশল্যার প্রিয় পুত্র।

শ্রীরামনবমী কেন? কারণ চৈত্রী শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে,কর্কট রাশিতে গ্রহগণ উচ্চস্থ অবস্থায় শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। শ্রীব্রহ্মা সনক সংবাদে এ তথ্য বলা হয়েছে।একারণে এই তিথিতে আমরা শ্রীরামচন্দ্রের ব্রত পালন করে থাকি।

 

শ্রীরামচন্দ্র কে ছিলেন, কেমন ছিলেন?:

দেবর্ষি নারদ মহর্ষি বাল্মীকিকে রামায়ণের বালকাণ্ডের প্রথমসর্গে শ্রীরামের রূপ গুণের পরিচয় দিয়েছেন।

 

রামচন্দ্র ছিলেন আজানুলম্বিত বাহু,উন্নত স্কন্ধ, কম্বুগ্রীব, বিশাল বক্ষ,সুগঠিত মস্তক,অতিসুন্দর ললাট,বিলক্ষণ স্থুল চিবুক, নেত্র আকর্ণবিস্তৃৃত এবং দেহের বর্ণ নবঘনশ্যাম। তিনি নাতিদীর্ঘ নাতিহ্রস্ব,প্রত্যেক অঙ্গ সুন্দর সামঞ্জস্যপূর্ণ, বিরল।

 

তিনি সর্বাঙ্গসুন্দর আবার সর্বসুলক্ষণসম্পন্ন। তিনি অতিশয় বুদ্ধিমান, বিষ্ণুর মতো বলদৃপ্ত, সদ্বক্তা,বিনীত, ন্যায়পরায়ণ, সর্বজ্ঞানী, ধর্মজ্ঞ, সত্যপ্রতিজ্ঞ,জীবলোকের প্রতিপালক,শত্রুনাশী, অথচ শত্রুমিত্রের প্রতি সমদর্শী।

 

তিনি গাম্ভীর্যে সমুদ্রের মতো, ধৈর্য্যে হিমালয়ের মতো, সৌন্দর্যে চন্দ্রের মতো, ক্ষমায় পৃথিবীর মতো,ক্রোধে কালানল, বদান্যতায় কুবেরের মতো, সত্যনিষ্ঠায় দ্বিতীয় ধর্মরাজ।

 

পারিবারিক ও রাষ্ট্রীয় আদর্শে সামঞ্জস্য রক্ষা করেছেন। পরিবারকে ভালোবেসেও রাষ্ট্রের জন্য পরিবারকে বলি দিতে পেরেছেন। রাজতন্ত্রে রাজা যেখানে শেষ কথা, তিনি সেখানে প্রজাকে গুরুত্ব দিয়েছেন।

 

রামচন্দ্র কি মানুষ ছিলেন?অসাধারণ মানুষ? দেবতা?ভগবান? হয়তো সবকিছুই একসঙ্গে। এজন্যই তো তিনি ত্রেতাযুগে অবতার।

যে দৈহিক মানসিক ও আত্মিক পূর্ণতা একজন মানুষ জীবনে অর্জন করতে পারে না রাম যেন জন্মগত ভাবে সে পূর্ণতায় সিদ্ধ ছিলেন। তাই তিনি একাধারে পরিবারের আদর্শ পুত্র ভ্রাতা, স্বামী,অন্যদিকে সুশাসক, প্রজাদরদী,ধর্মরক্ষক। অশুভ বিনাশ করে জগতে মঙ্গল স্থাপনের নিয়ামক।

 

আজকাল কতো কী শুনি, রাম বাঙালির দেবতা কিনা ইত্যাদি। দেবতা আবার বাঙালি অবাঙালির হয় নাকি? পূর্নতার আদর্শ, নিত্য আদর্শ, তার আবার ভাগবাঁটোয়ারা? পূর্ণতা তো সমগ্রের সমাবেশ। খণ্ডিত হলে পূর্ণতা চলে যায়। তাই শ্রীরামচন্দ্রের জীবনাদর্শ যে পূর্ণতা তাকে আত্মীকরণ করার, জীবনে কিয়দংশ প্রতিফলিতকরে জীবন ও জগতকে সুন্দর শুভ করে তোলার সাধনাই হল শ্রীরামনবমীর তাৎপর্য। জয় রঘুপতি রাঘব রাজা রাম…….বাঙালির কণ্ঠে মধুর সুললিত রামনাম ধ্বনিত হোক।

 

প্রাচীন রামধুন রচনা করেন শ্রী লক্ষ্মনাচার্য।

রঘুপতি রাঘব রাজা রাম,

পতিত পাবন সীতারাম।

সুন্দর বিগ্রহ মেঘশ্যাম,

গঙ্গা তুলসী শালগ্রাম।

ভদ্রগিরিশ্বর সীতারাম

ভগত জনপ্রিয় সীতারাম।

জানকীরমণ সীতারাম

জয় জয় রাঘব সীতারাম।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.