প্রাক্তন বিধায়ক শংকর দোলই এর গতিবিধি নিয়ে জোর জল্পনা ঘাটালে
নিজস্ব সংবাদদাতা:০৫/০৮/২০২২- রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী সভায় যোগ দিয়েছেন ৯ জন নতুন মন্ত্রী , তাদের ইতিমধ্যেই রাজ্যপালের উপস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়েছে এবং তারা গতকাল থেকেই নিজ নিজ দপ্তরে কাজ শুরু করেছেন ।
এই সবের মধ্যেই হটাৎই গতকাল থেকে সোসিয়াল মিডিয়ায় ঝর উঠেছে ঘাটালের (Ghatal) প্রাক্তন বিধায়ক শংকর দলোই (Shankar Dolai) এর গতিবিধি নিয়ে। সংকর বাবু বিগত ১০ বছরের বিধায়ক ছিলেন তাই এখনকার এই রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও ঘাটালের একাংশ মনে করেন তিনি দিদির একজন একনিষ্ঠ কর্মী ও এখনও একজন তাবড় নেতা।
গতকাল থেকে হটাৎই সোশ্যাল মিডিয়াতে দেখা যায় তিনি নতুন দায়িত্বপ্রাপ্ত বেশিরভাগ মন্ত্রীর দপ্তরে গিয়ে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন সাথে জানা যায় ঘাটাল সমস্যা নিয়ে কিছু আলোচনাও করেন যাদের মধ্যে উল্লেখযোগ্য মন্ত্রীর তালিকায় ছিলেন সেচ ও জলপথ মন্ত্রী – পার্থ ভৌমিক, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মুজুমদার, স্কুলশিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন, মৎস মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, তালিকায় ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায় , পুলক রায় প্রমুখরা ।
তার এই গতিবিধি দেখে ঘাটালের সাধারন মানুষের মনে প্রশ্ন জাগছে তাহলে কি শংকর বাবু রাজনৈতীক ভাবে আবারও অতি সক্রিয় হতে চলেছেন?? বা তিনি কি দিদির থেকে নতুন কোনো দায়িত্ব পেতে চলেছেন ??
এরকম নানান রকমের প্রশ্ন কান পাতলেই শোনা যাচ্ছে ঘাটালের আনাচে কানাচে । তবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে সেই সময়ের জন্য ,সময় এর উত্তর দেবে সাধারণ মানুষকে ।