অন্যান্যখবরখেলাদেশ

দাবাড়ু বিশ্বনাথন আনন্দের উত্তরসুরী খুঁজে পেলো ভারত

দাবাড়ু বিশ্বনাথন আনন্দের উত্তরসুরী খুঁজে পেলো ভারত

ভুবন মোহনকর: ২২/০২/২০২২: বয়স মাত্র ১৬। রবিবার ভারতীয় সময় মধ্যরাতে তার দ্বিগুণ বয়সী পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন নরওয়ের ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছে চেন্নাইয়ের বাসিন্দা রমেশবাবু প্রজ্ঞানন্দ।

দাবার দুনিয়ায় সবাই তাকে ভালবেসে ডাকে ‘প্রাগ’। সেই প্রাগের কৃতিত্ব উচ্ছ্বসিত তার কোচ বিআর রমেশ থেকে শুরু করে সচিন তেন্ডুলকরও। কিন্তু কী ভাবে এল এই সাফল্য। কী ভাবে নিজেকে তৈরি করছিল মাত্র ১২ বছর বয়সে গ্র্যান্ড মাস্টার হওয়া প্রজ্ঞানন্দ। অনলাইন র‍্যাপিড চেসের এয়ারথিংস মাস্টার্স টুর্নামেন্টে বাজিমাত করলেন তিনি। পুরো নাম রমেশবাবু প্রজ্ঞানানন্দ। কালো ঘুঁটি নিয়ে খেলে ৩৯ চালে আর প্রজ্ঞানন্দের বাজিমাত। আনন্দ, হরিকৃষ্ণের পর তৃতীয় ভারতীয় হিসেবে হারালেন কার্লসেনকে। ভারতীয় দাবায় আজকের দিন ঐতিহাসিক বলেই মনে করা হচ্ছে।

এর আগে ২০১৮ সালে, ১২ বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার হওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন চেন্নাইয়ের কিশোর আর প্রজ্ঞানানন্দ। সে বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার। ইতালির গ্রেনডাইন ওপেনের শেষ রাউন্ডে ইতালিরই গ্র্যান্ডমাস্টার মোরোনি জুনিয়রকে হারানোর সঙ্গে সঙ্গে এই খেতাব পেয়েছিল সে। বিশ্বের কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার ইউক্রেনের সার্গেই করজাকিন।

২০০২ সালে ১২ বছর ৭ মাস বয়সে গ্র্যান্ডমাস্টার হন তিনি। প্রজ্ঞানানন্দর বয়স ১২ বছর ১০ মাস ১৩ দিন। সবথেকে অল্প বয়সে গ্র্যান্ডমাস্টারদের তালিকায় রয়েছেন আরও এক ভারতীয় পরিমার্জন নেগী। ১৩ বছর ৪ মাস বয়সে এই কৃতিত্ব লাভ করে তিনি চতুর্থ স্থানে রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.