কোভিড সংক্রমণ প্রতিরোধী সেনিটাইজেশন, বীরসিংহে বিদ্যাসাগর মেলায়
শ্যামসুন্দর দোলই ও শ্রীকান্ত কদম: ঘাটাল : চলতি বছরের জানুয়ারি মাসে সারা ভারতের সাথে কোভিড সংক্রমণের তৃতীয় ঢেউয়ে এই বাংলায়ও কোভিড সংক্রমণ গ্রাফ ঊর্ধ্বমুখী হয় ।তাই পূর্বনির্ধারিত চৌঠা জানুয়ারি তে বীরসিংহ বিদ্যাসাগর মেলা উদ্বোধনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেও, তা স্থগিত ঘোষণা করা হয় ।
তবে ঐ মাসেই তা নিম্নমুখী হতেই ফের ৬-ই ফেব্রুয়ারি এই মেলা উদ্বোধন হয়ে চলছে 12 ই ফেব্রুয়ারি পর্যন্ত । এরই প্রাক্কালে মিশন বিদ্যাসাগর এর কর্ণধার হুগলির শ্রীরামপুর নিবাসী মাননীয় অমিতাভ ব্যানার্জি স্বতঃপ্রণোদিত হয়ে সহকর্মী অভিজিৎ ঘোষ এবং গুড়লির দিশা ওয়েলফেয়ার সোসাইটি এর সহায়তায় বীরসিংহে বিদ্যাসাগর স্মৃতি মন্দির প্রাঙ্গণ , ঈশ্বরচন্দ্রের প্রথম পাঠ গ্রহণ কেন্দ্র তথা কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালা বর্তমানে প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ, ডাকঘর ও ঠাকুরদাস মঞ্চ প্রাঙ্গণ সহ বিদ্যাসাগর মেলা বসানোর এলাকা স্যানিটাইজেশন করেছেন ।
বীরশিংহ থেকে শ্যামসুন্দর দোলই ও শ্রীকান্ত কদমের পাঠানো প্রতিবেদনে দেখে নিন এই সাবধানী কর্মকাণ্ড আমাদের কিউরিওসিটি সংবাদ বার্তার পর্দায়।