‘অশনি’ আশংকায় মুখ্যমন্ত্রীর মেদিনীপুর সফর পিছিয়ে গেলো
সব্যসাচী গুছাইত:-০৮/০৫/২০২২- পূর্বনির্ধারিত সূচী অনুযায়ী আগামী ১০ই মে মেদিনীপুরে প্রশাসনিক সভা ও ১১ই মে বুথ স্তরীয় কর্মীদের নিয়ে রাজনৈতিক সভা করার কথা ছিলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেইমত প্রস্তুতি সম্পন্ন হয়েছিলো সর্বস্তরে। কিন্তু আগামী শুক্রবার পর্যন্ত আবাহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী ঘূর্নীঝড় ‘অশনী’ এর প্রভাব পড়তে পারে দুই মেদিনীপুরে। সেই আশংকায় প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচী এক সপ্তাহ পিছিয়ে গেলো বলে নবান্ন থেকে খবর আসার পর সেকথা ঘোষনা করেন সভার দায়িত্বপ্রাপ্ত পিংলা বিধানসভার বিধায়ক তথা জেলা পরিষদের সহ সভাপতি অজিত মাইতি।
১০ই মের পরিবর্তে ১৭ ই মে প্রশাসনিক সভা এবং ১১ই মের পরিবর্তে ১৮ ই মে রাজনৈতিক সভা করবেন মুখ্যমন্ত্রী বলে জানান জেলা তৃনমূল কংগ্রেস নেতৃত্ব। এক সপ্তাহ পিছিয়ে গেলেও তৃনমূল স্তরের কর্মী সহ প্রশাসনিক কর্তাব্যাক্তিদের তৎপরতা তুঙ্গে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক ও রাজনৈতিক সভাকে কেন্দ্র করে।