কোভিডের লড়াই কারো একার নয়।সরকার ও প্রশাসনের কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।ওমিক্রনের সেমি- লকডাউনে কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে আসা পরিক্ষার্থীর অভিভাবকের কণ্ঠে শোনা গেলো তেমনই কোভিড জয় করা সচেতনতা আর কোভিড পরিস্থিতি মোকাবিলা করার আশার কথা।
কিউরিওসিটি সংবাদবার্তার পক্ষ থেকে লক্ষ্মীকান্ত ও শ্রীকান্ত পৌঁছেছিল আজ ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের ২৩ তম সেট পরীক্ষা কভার করতে।
সাম্প্রতিক করোনা আক্রমণে খবরে থাকা ঘাটাল মহকুমা হাসপাতালের ১০০ ফুটের মধ্যে অবস্থিত ঘাটাল কলেজে পরিক্ষা দিতে আসা এক পরিক্ষার্থীর অভিভাবকের কণ্ঠে এই আতঙ্কের পরিবেশে শোনা গেলো সম্পূর্ণ বিপরীত এক সচেতনতা ও আশার বাণী।
আসুন শুনে নেই কি বলছেন তিনি আজকের পরীক্ষা শুরু হওয়ার পূর্বে কলেজ কর্তৃপক্ষের ব্যাবস্থাপনায় কতটা খুশি তিনি, বা কতটা covid সচতনাতা মেনে এই পরীক্ষা আয়োজন হচ্ছে সেই সম্পর্কে ।