খবরজেলার খবররাজ্যশিরোনামে ঘাটাল

Disha welfare Society : মনীষী প্রণামে দিশা ওয়েলফেয়ার সোসাইটি

।। মনীষী প্রণামে দিশা ওয়েলফেয়ার সোসাইটি ।।

শ্যামসুন্দর দোলই ও শ্রীকান্ত কদম ঃ দাসপুর ঃ ১২-ই জানুয়ারী, এই বাংলা সহ সারা ভারতের গর্বের দিন। এই পবিত্র দিনেই সমগ্র ভারতবাসীর গর্ব, ভারতাত্মার প্রতীক, যুব শক্তির আদর্শ, বীর সন্ন্যাসী স্বামী স্বামী বিবেকানন্দ এই ধরাধামের বাংলা ভূমিতে আবির্ভূত হয়েছিলেন।


আবার এই ঐতিহাসিক দিনেই ১৯৩৩ খ্রীষ্টাব্দে ভারতের স্বাধীনতা সংগ্রামের অমর শহীদ, দসাপুর থানার রাজনগর জি পি-র গোকুল নগরের ভূমিপুত্র প্রদ্যোত ভট্টাচার্য ব্রিটিশ শাসনের অমানবিক বিচারে ফাঁসির মন্চে নির্দোষ হয়েও স্বদেশের স্বার্থে নিজের জীবন স্বেচ্ছায় উত্সর্গ করেছিলেন। তাই এটি আত্ম ত্যাগের অমর দৃষ্টান্তের দিন।


এজন্য গুড়লি দিশা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে রাজনগর ইউনিয়ন হাই স্কুল প্রাঙ্গণে যুগ পুরুষ, বিবেকোজ্জ্বল স্বামী বিবেকানন্দ এবং দাসপুর থানার গোকুলনগরে জন্মস্হানে পৌঁছে আত্মত্যাগের ঐতিহাসিক প্রতীক শহীদ প্রদ্যোত ভট্টাচার্য -এর শ্রীচরণে পুষ্পার্ঘ্য নিবেদন ও গলদেশে বিজয় মাল্য অর্পণ করা হয়েছে।


এভাবে অনাড়ম্বর হলেও শ্রদ্ধাভক্তি পূর্ণ কৃতজ্ঞতা নিবেদনে সামিল ছিলেন দিশা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শ্রীকান্ত কদম সহ সহযোগী চিকিৎসক প্রফুল্ল বেরা, রঘুনাথ পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিংকর পাত্র, আনন্দগড় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শ্যামসুন্দর দোলই, রাজনগর ইউনিয়ন হাই স্কুল -এর প্রধান শিক্ষক বাসুদেব গোস্বামী, স্বর্ণশিল্পী দিলীপ ঘোড়ই ও শিবপ্রসাদ জানা প্রমুখ।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.