জেলার খবরশিরোনামে ঘাটালসাহিত্য ও সংস্কৃতি

অমর একুশে , ভাষা শহীদদের ও সার্থক রুপকারে শ্রদ্ধা নিবেদন  

অমর একুশে , ভাষা শহীদদের ও সার্থক রুপকারে শ্রদ্ধা নিবেদন  

 শ্যামসুন্দর দোলই : দাসপুর : ” মোদের গরব, মোদির আশা ,/আ- মরি বাংলা ভাষা ” —— এই ভাষার অধিকার ও গৌরব রক্ষায় মাতৃ ভাষা শহীদদের এবং ভাষার সার্থক রূপকার ও কালজয়ী বাংলা ‘বর্ণ পরিচয়” স্রষ্টা প্রাতঃস্মরণীয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মরণে বরণে কথায় – কবিতায় -গানে শ্রদ্ধা নিবেদিত হলো একুশে ফেব্রুয়ারি ।

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর মিলন মঞ্চ এর উদ্যোক্তা ছিল মিশন বিদ্যাসাগর ও দিশা ওয়েলফেয়ার সোসাইটি । সংগীত শিল্পী মৌমিতা বন্দ্যোপাধ্যায় ভাষা শহীদদের ও বাংলা ভাষা সাহিত্যের সার্থক রূপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি মরমী সংগীতে শ্রদ্ধা নিবেদন করেছেন ।

এদিনের সভায় পৌরোহিত্য করেছেন গ্রামীণ চিকিৎসক সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি ডাক্তার প্রফুল্ল কুমার বেরা । এই উজ্জ্বল অনুষ্ঠানে গৌরবময় সাক্ষী ও শ্রদ্ধা জ্ঞাপনে ছিলেন দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া , ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ,  ঘাটাল মহকুমা সাহিত্য একাডেমির সম্পাদক ড. পুলক রায়,  সমাজ সেবী সুকুমার পাত্র, বরুণা সৎসঙ্গ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার ব্যানার্জি , রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক কিঙ্কর পাত্র, মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত, গোমুকপতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বুড়াই, বাচিকশিল্পী বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ ।

এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও তাৎপর্য করেছেন বীরসিংহ ভগবতী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হরগোবিন্দ দোলৈ, সঞ্চালনায় ছিলেন রাজনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে অবসর প্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক তাপস কুমার পোড়েল, বাসুদেবপুর বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক তারাশঙ্কর দাস বৈরাগী, শিক্ষক ইন্দ্রনীল ঘোষ প্রমূখ । উদ্যোক্তাদের পক্ষে বিদ্যাসাগর প্রেমী অমিতাভ বন্দ্যোপাধ্যায় ও শ্রীকান্ত কদম সহকারী কৌশিক সামন্ত , চন্দন বেরা, প্রসূন পাঞ্জা, অঙ্কুর পাল প্রমুখদের কৃতজ্ঞতা জানিয়ে চার লাইন কবিতা গুলি আগামী শারদীয়া সংখ্যায় প্রকাশের ইচ্ছা প্রকাশ করেছেন ।

চলুন দেখে নিন আমাদের প্রতিবেদন নীচের লিঙ্কে ক্লিক করে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.