মানসিক শান্তি লাভের বার্তায় শনি- কালী মায়ের নবরূপে মন্দির উদ্বোধন হলো দাসপুর থানার দাদপুর হাটে
শ্যামসুন্দর দোলই : দাসপুর: জন্মদাত্রী মা । পালনকর্ত্রী ম। রক্ষাকর্ত্রী মা । বহুরূপে সম্মুখে বহু মা । তবুও সার্বিক মা রূপে, মা কালীর পুজো বিশেষ মাত্রা পেয়েছে এই মনুষ্যসমাজে । এই মায়ের আরাধনায় শান্তি কামনায় দাসপুর থানার দাদপুর হাটে ১৯৭৪ খ্রিস্টাব্দে শুরু হয়েছিল মা কালীর পুজো । এই মায়ের মন্দির চার দশকের শীর্ষবর্ষে পৌঁছে হয়েছে জরাজীর্ণ ।
তাই বর্তমান পূজা কমিটির সভাপতি তপন দণ্ডপাট , যুগ্ম সম্পাদক শুকদেব পাত্র ও স্বপন দণ্ডপাট সহ সহকর্মীদের চেষ্টায় এই মন্দির নবরূপে নির্মিত হয়েছে 49 তম বর্ষে । পয়লা এপ্রিল, শুক্রবার এই মন্দির -এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন শ্রীরামপুর বিদ্যাসাগর বিদ্যামন্দির থেকে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সমাজসেবী সুকুমার পাত্র । এ প্রসঙ্গে তিনি সর্বসাধারণের মানসিক প্রশান্তি লাভের বার্তা দিয়ে মায়েদের স্বনির্ভরতা কামনা করেছেন ।
এদিনের সভায় আরো সামিল ছিলেন রাজনগর গ্রাম পঞ্চায়েত সদস্য দিলীপ মালিক , দাদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার খাঁড়া, অবসরপ্রাপ্ত গ্রন্থাগারিক অসীম কুমার পলমল প্রমুখ । প্রত্যেকেই দৈনন্দিন জীবনের টানাপোড়েনে মাতৃ শক্তির ওপর আস্থা জ্ঞাপন করেছেন । এদিন মায়ের মন্দির অভিষেকের পরেই শুরু হয়েছে মায়ের পুজো, প্রসাদ বিতরণ । এর পরো সাত দিন ব্যাপী রকমারি সাংস্কৃতিক অনুষ্ঠান কীর্তন গান ,যাত্রানুষ্ঠান ,ডান্সট্রূপ, অরকেসটার, কবিগান, সন্তোষী মায়ের আরাধনা ও রথ যাত্রার আয়োজন রয়েছে । তা সরাসরি জানতে চোখ রাখুন সবার প্রিয় প্রিয় কিউরিওসিটি সংবাদ বার্তার পর্দায় —- সত্য জেনে এগিয়ে থাকুন —