কলকাতাখবরচাকরি ও শিক্ষাজেলার খবররাজ্য

H.S-2022 : এ যাবৎ প্রথমবার চূড়ান্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে শিক্ষার্থীদের নিজস্ব বিদ্যালয়েই 

এ যাবৎ প্রথমবার চূড়ান্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে শিক্ষার্থীদের নিজস্ব বিদ্যালয়েই

শ্যামসুন্দর দোলই : 02/04/2022 : কোভিড সংক্রমণ থেকে সর্তকতা অবলম্বনে গতবছর উচ্চমাধ্যমিকের পরীক্ষা বাতিল হয়েছিল ।‌ চূড়ান্ত পরীক্ষা ছাড়াই বিদ্যালয় থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফল ঘোষণা হয়েছিল । এতে কিছু ক্ষেত্রে বিক্ষোভ সহ ভাঙচুরের ঘটনা ঘটে । এতে কিছু শিক্ষার্থী ও অভিভাবক সামিল হয়েছিলেন ।

তাই এবার সংক্রমণ সর্তকতা অবলম্বন বিদ্যালয়গুলিতে যথারীতি টেস্ট পরীক্ষা নেওয়া হয়েছে এবং বহু পূর্বেই দোসরা এপ্রিল থেকে ষোলোই এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিকের পরীক্ষা নিজস্ব বিদ্যালয়ে গ্রহণ করার নির্ঘণ্ট ঘোষিত হয় । কিন্তু এরপরও কোথাও উপনির্বাচন থেকে জয়েন্ট এন্ট্রান্স , নিট প্রভৃতি পরীক্ষার সূচি ঘোষিত হোয়ায় এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি কিছুটা রদবদল করে 27 এপ্রিল পর্যন্ত করা হয়েছে শিক্ষার্থীদের স্বার্থেই ।

সূত্রের প্রকাশ এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা সাত লক্ষ 45 হাজার । এর মধ্যে ছাত্রীসংখ্যা চার লক্ষ 8 হাজার অর্থাৎ অর্ধেকেরও বেশি । সূত্রের প্রকাশ এবার মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছয় হাজার 727 টি । আরো প্রকাশ করা হয়েছে যে বিদ্যালয়ে চূড়ান্ত পরীক্ষা হলেও প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে স্পেশাল অবজারভার রাখা হয়েছে । এঁরা প্রত্যেকেই সরকারি আধিকারিক পর্যায়ে কর্মরত ।

এই পর্যবেক্ষণে কোন বিদ্যালয় অসাধু উপায়ে অবলম্বনে অভিযুক্ত হলে তার অনুমোদন বাতিল হতে পারে । এমনকি স্পর্শকাতর কেন্দ্রের ক্ষেত্রে সিসিটিভি ক্যামেরাযয়ও নজরদারি রাখা হয়েছে । পরীক্ষাকেন্দ্রে জারি রয়েছে 144 ধারা । রয়েছে যথাস্থানে পুলিশ প্রশাসনের প্রহরা । পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষেই পরীক্ষা চলাকালীন বিষয়ে অদক্ষ একজন শিক্ষক ও একজন শিক্ষিকা গার্ড দিচ্ছেন । রামপুরহাটের বগটুই -এ 22 জন পরীক্ষার্থীর জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

সবক্ষেত্রেই চালু রয়েছে হেলপ্লাইন (033) 2337 0792) ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.