জেলার খবরশিরোনামে ঘাটাল

ঘাটালের মহারাজপুর তরুণ সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

ঘাটালের মহারাজপুর তরুণ সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

শ্যামসুন্দর দোলই ও শ্রীকান্ত কদম ,,‌ ঘাটাল :  প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা বিধ্বস্ত সংক্রমণ আতঙ্ক কাটিয়ে সমাজসেবার দৃষ্টান্ত রাখল ঘাটালের মহারাজপুর তরুণ সংঘ ।

তাই এই গ্রামের উচ্চ বিদ্যালয়ের জনপ্রিয় প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দত্ত মহাশয়ের প্রেরণায় রক্তদান শিবির হয়েছে 7ই ফেব্রুয়ারী সোমবার । ক্লাব সভাপতি ও এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক পতাকা উত্তোলন ও বিদ্যাসাগর, নেতাজী ,স্বামীজি ,সর্বপল্লী রাধাকৃষ্ণণে মাল্যদান সহ সদ্য প্রয়াত লতা মঙ্গেশকরের বিদেহী আত্মার শান্তি কামনা করে অনুষ্ঠানের সূচনা হয় ।

আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট আইনজীবী দেবপ্রসাদ পাঠক ব্যানার্জি । রক্তদান জীবন দান বার্তায় এই শিবিরে সংখ্যাগরিষ্ঠ মহিলা প্রায় 40 জন সহ মোট 71 জন স্বেচ্ছায় রক্তদান করেছেন । গ্রহণ করেছেন মেদিনীপুর ব্লাড ব্যাংকের কর্মীবৃন্দ । এদিনের সভায় আরো বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন রাজনগর ইউনিয়ন হাই স্কুল থেকে অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক তাপস কুমার পরেল, রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিঙ্কর পাত্র, উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি উপেন্দ্র নাথ দোলৈ, সমাজসেবী বনবিহারী চৌধুরী গ্রাম পঞ্চায়েত প্রধান আসমিনা বিবি, উপপ্রধান তরুণ সামন্ত শিক্ষক চন্দন দত্ত প্রমুখ ।

ক্লাবের সম্পাদক ও সভাপতি 1946 সালে প্রতিষ্ঠিত এই ক্লাবের ঐতিহ্যবাহী সমাজসেবা কর্মকাণ্ডে সহযোগিতায় সহযোগীদের ধন্যবাদ দিয়ে এগিয়ে চলার বার্তা দিয়েছেন ।

চলুন দেখে নিন আমাদের প্রতিবেদন নীচের লিঙ্কে ক্লিক করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.