তৃনমূল কংগ্রেসের জনসংযোগ যাত্রা পিংলায়
সব্যসাচী গুছাইত, সংবাদ বার্তা – তৃনমূল কংগ্রেসের নির্দেশ মতো মানুষের দুয়ারে দুয়ারে অভাব অভিযোগ শোনার জন্য হাজির হলেন তৃনমূল কংগ্রেসের নেতৃত্বরা। আজ পিংলা ৫নং মালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের হান্দোল গ্রামে র তৃনমূল কংগ্রেস নেতৃত্বরা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে শুরু করলেন জনসংযোগ যাত্রা।
মানুষের অভাব অভিযোগ শোনার পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর একাধিক জনমুখী প্রকল্প মানুষের সামনে তুলে ধরে তার সুফল ব্যাক্ত করেন। এই জনসংযোগ যাত্রায় উল্লেখযোগ্য ভাবে উপস্থিত ছিলেন মালিগ্রাম অঞ্চল তৃনমূল কংগ্রেসের নেতৃত্ব সাধন সাউ এবং অষ্টম প্রামানিক সহ একাধিক তৃনমূল কংগ্রেস নেতৃত্ব।
নেতৃত্বরা মানুষের অভাব অভিযোগ শোনার পাশাপাশি আগামী ১৮ই মে মেদিনীপুর শহরে মমতা ব্যানার্জীর সভায় যাওয়ার জন্য আবেদনও করেন। নেতৃত্ব অষ্টম প্রামানিক আরোও বলেন- বাংলার মা মমতা ব্যানার্জীর সুশানকালে এলাকায় একটাও পরিবার নেই যে বা যারা মমতা ব্যানার্জীর কোনো না কোন প্রকল্প থেকে বঞ্চিত। দুহাত ভরে মমতা ব্যানার্জী এই মেদিনীপুরের মানুষের জন্য অনেক কিছুই দিয়েছেন। সেই মমতা ব্যানার্জী আগামী ১৮ ই মে মেদিনীপুর শহরে আসছেন, তাই প্রত্যেকের যাওয়া উচিৎ।