খবরজেলার খবররাজনীতিরাজ্যশিরোনামে ঘাটাল

শ্রমিক বঞ্চনার কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ’ হলো ঘাটালে 

শ্রমিক বঞ্চনার কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ’ হলো ঘাটালে 

শ্যামসুন্দর দোলই ও শ্রীকান্ত কদম : ঘাটাল : 15 ই মার্চে বিক্ষোভ সমাবেশে সামিল হলো শ্রমিক সংগঠন । সম্প্রতি ভারতে পাঁচটি রাজ্যের মধ্যে চারটিতে বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার জয়লাভের পর-ই নখ, দাঁত বের করে সবরকম শ্রমিকদের শোষণের পথ বেছে নিয়েছে ।

শ্রমিকদের শেষ সম্বলের জন্য সঞ্চিত ই পি এফ-এ সুদের হার 8.5 শতাংশ থেকে কমিয়ে 8 দশমিক 1 শতাংশ করায় সারা বাংলার সাথে ঘাটালেও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে । গর্জে উঠেছেন শ্রমিক সংগঠনের সকল সদস্য সদস্যা । তারা সকল রকম দ্রব্যমূল্য বৃদ্ধির সময় এইভাবে শ্রমিকদের শোষণ নীতি প্রত্যাহারের দাবি তুলেছেন ।

এই বিক্ষোভ সমাবেশের আহ্বায়ক ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক আই এন টি টি ইউ সির জেলা সভাপতি বিকাশ কর । বিভিন্ন শ্রেণীর শ্রমিকদের সাথে আরো সামিল ছিলেন সহ-সম্পাদক শেখ আহমেদ উল্লা, ঘাটাল টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি তুহিন বেরা , ঘাটাল ব্লক আই এন টি টি ইউ সির নেতৃত্ব মেহের আলী ,ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাজী, মহিলা নেতৃত্ব মিঠু দাস প্রমুখ ।

চলুন দেখে নিন আমাদের প্রতিবেদন নীচের লিঙ্কে ক্লিক করে

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.