খেলা হবে শ্লোগানে খেলতে গিয়ে ভেঙে ফেললেন নিজের পা
নিজস্ব সংবাদদাতা: তৃনমূল কংগ্রেস রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে। এই ক্ষমতায় আসার পিছনে তৃনমূল কংগ্রেসের যে শ্লোগান জনপ্রিয় হয়েছিল তা হলো “খেলা হবে”। খেলা হবে শ্লোগান নিয়ে অনেক বিতর্ক থাকলেও তৃনমূল কংগ্রেসের প্রতিটি রাজনৈতিক সভায়, প্রতিটি নেতার মুখে এই খেলা হবে শ্লোগানটি ছিলো অত্যন্ত জনপ্রিয়।
ভোট মিটে রাজ্যে তৃনমূল কংগ্রেস ক্ষমতায় এলেও এখনো এই শ্লোগান নেতাদের মুখে বলতে শোনা যায়। তৃনমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ এই খেলা হবে, খেলা হবে বলতে বলতে অবশেষে খেলতে গিয়ে ভেঙে ফেললেন নিজের পা।
গতকাল প্রেস ক্লাব আয়োজিত ফুটবলে ‘রিপোর্টার্স কাপ’ সংবাদ প্রতিদিন বনাম জাগো বাংলা ম্যাচে ফাইনালের মাঝপথে পা-তে গুরুতর চোট পান। দ্রুত এক্স রে করা হয় এবং দেখা যায় ফিবুলাতে বড় ফ্র্র্যাকচার।
ডক্টর বাবুদের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত অস্থায়ী প্লাস্টার করা হয়েছে বুধবার অপারেশন হবে সেখানে প্লেট বসবে। বর্তমানে তিনি চিকিৎসাধীন। যদিও তৃনমূলের খেলা হবে স্লোগান দিয়েই বিরোধীরা আক্রমন করতে ছাড়েনি কুনালবাবুকে।