দেশরাজ্যসঞ্চয়

INCOME TAX ALERT

INCOME TAX ALERT 

২০২১-২২ সালের ইনকাম ট্যাক্স রিটার্ন অর্থাত্‍ আইটিআর (Income Tax Returns) জমা দেওয়ার নিয়মে বড় বদল আনল কেন্দ্রীয় সরকার। আপাতত আয়কর রিটার্ন বাড়ানোর কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বাজেটে।কিন্তু নিয়ম না মানলে বড় টাকা খসবে।নতুন নিয়ম অনুসারে, আইটিআর ফাইল না করেন তবে তাদের টিডিএস এবং টিসিএস দিতে হবে।

এবারের বাজেটে এই আইন আরও কঠোর হয়েছে।জানান হয়েছে বর্তমানে, যদি একজন ব্যক্তি দুই বছর ধরে ITR ফাইল না করে। বছরে TDS এবং TCS-এর পরিমাণ ৫০ হাজার টাকার বেশি হলে, সেই ব্যক্তিকে TDS এবং TCS-এর উচ্চ হার দিতে হবে এবার থেকে।আগে এই সময় সীমা ছিল দু বছর এখন তা এক বছর করা হয়েছে।

শুধু তাই নয় নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা দিতে না পারলে এবার আরও বেশি টাকা দিতে হবে। আয়কর ব্যবস্থাকে মজবুত করতেই এই ব্যবস্থা বলে জানান হয়েছে।

incometax.gov.in- এর মাধ্যমে লগ ইন করে এই আয়কর রিটার্ন করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.