কিউরিওসিটি কিডসজেলার খবরদেশরাজ্য

National Girl Child Day: জাতীয় কন্যা শিশু দিবস ২০২২ পালন

জাতীয় কন্যা শিশু দিবস ২০২২ পালন

সারা পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কিশোরী মেয়েদের নিয়ে জাতীয় কন্যা শিশু দিবস (National Girl Child Day) পালন হয়েছে।

 

নাচ, গান, আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা, তাৎক্ষণিক বক্তৃতা ইত্যাদির মাধ্যমে কিশোরী দের অংশগ্রহণ এই দিনটিকে আরো স্মরণীয় করে তুলেছে।

 

 

পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) ২২ ব্লকেই প্রায় সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে করোনা সচেতনতা নিয়েই এই দিন পালন হয়। উপস্থিত ছিলেন স্যাগ কন্যাশ্রী প্রকল্পের প্রজেক্ট কোঅর্ডিনেটর গণ, মাঠ কর্মীরা, অঙ্গনওয়াড়ি কর্মীরা, পঞ্চায়েত সদস্য/ সদস্যা এবং অভিভাবক রা। একজন সরকারি আধিকারিক বলেন

সরকার কিশোরী মেয়েদের ক্ষমতায়নের উদ্দ্যেশ্যে স্যাগ কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন, সেখানে কিশোরী দের না না ভাবে উৎসাহ প্রদান করে তাদের উচ্চশিক্ষা গ্রহণ, বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ এবং বাল্য বিবাহ প্রতিরোধ, কন্যা ভ্রূণ হত্যা প্রতিরোধ ও অন্যান্য বিষয়ে সচেতন করা এবং পাশাপাশি আর্থিক সহযোগিতা করেন। এবং আগামী দিনে নারী জাতির মধ্যে সু শিক্ষার বিস্তার লাভ সে বিষয়ে নজর রাখেন। তাই এই উল্লেখ্য দিন গুলি পালনের মধ্য দিয়ে কিশোরী দের সঙ্গে সঙ্গে অভিভাবক ও জনসাধারণের মধ্যে সচেতনতা গড়ে তোলা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.