সল্টলেকে শিশু নিয়ে ৩ টি স্কুল বাস উধাও, আতঙ্ক অভিভাবকদের! ঘটনাস্থলে কলকাতা পুলিশের সিআইডি
ভুবন মোহনকর: ০৮/০৪/২০২২: আচমকাই কলকাতায় ছাত্রছাত্রীদের নিয়ে স্কুলের বাস হারিয়ে যাওয়ার ঘটনা। শহরজুড়ে চরম আতঙ্ক ও শোলগোল পড়ে গিয়েছে এই ঘটনার জেরে। জানা গিয়েছে, সল্টলেকের শিক্ষা নিকেতনের তিনটি স্কুল বাস প্রায় ৪০ জন পড়ুয়াকে নিয়ে আচমকাই উধাও হয়ে যায়। তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অভিভাবকদের মধ্যে।
অভিভাবকরা জানান, শুক্রবারই মহিষবাগানের সল্টলেক শিক্ষা নিকেতন স্কুল খুলেছে। স্কুল ছুটি হয়ে গিয়েছে ১১টা নাগাদ। কিন্তু তার পর কয়েক ঘণ্টা কেটে গেলেও কোনও পডুয়া বাড়ি ফেরেনি। ঘটনায় উদ্বিগ্ন অভিভাবকরা। জানা যাচ্ছে, মোট তিনটি বাসের কোনও হদিশ মেলেনি। এর পর স্কুলে গিয়ে অভিভাবকরা বিক্ষোভ শুরু করেন।
ঘটনাস্থলে পৌঁছয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।স্কুল সূত্রে খবর, দুই খুদে পড়ুয়ার ছোট্ট ভুলেই এমন একটা কাণ্ড ঘটে গিয়েছে। ভবিষ্যতে যাতে এমনটা না হয়, সে ব্যাপারে তাঁরা সজাগ থাকবেন বলে জানাচ্ছেন কর্তৃপক্ষ।খবর পেয়ে ততক্ষণ স্কুলে পৌঁছে যায় টেকনো সিটি থানার পুলিশ।
তাদের উপস্থিতিতে কিছু ক্ষণ বাদে জট কাটলেও ঘটনার গুরুত্ব বুঝে স্কুলে চলে আসে সিআইডি। তবে সিআইডি-র এক আধিকারিক জানিয়েছেন, কিছু ক্ষণের জন্য নিখোঁজ হয়ে যাওয়া বাস দুটিতে জিপিএস ট্র্যাকার লাগানো ছিল কি না, বা ঠিক কী হয়েছিল, তা বিস্তারিত জানার জন্য থানা তদন্ত করবে। তারা কোনও রকম সহযোগিতা চাইলে করা হবে। আর অভিভাবকরা জানাচ্ছেন, স্কুল কর্তৃপক্ষের আরও সচেতন হওয়া উচিত। যাতে ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়।