বলিউডবিনোদনভাইরালসেলিব্রিটি

প্রেমের গুঞ্জন নিয়ে মুখে কুলুপ আটলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানী

প্রেমের গুঞ্জন নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানী

 

বহু দিন ধরেই প্রেমের গুঞ্জন শোনা যায় তাঁদের। কিন্তু সম্পর্কের স্বীকারোক্তি নিয়ে একেবারে মুখে কুলুপ এঁটেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানী। রটেছিল আগামী বছরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী। শোনা গিয়েছিল, চার বছরের সম্পর্কের পর নাকি এপ্রিলেই এক হবে চার হাত।

 

তারকা কাপলের লিভ ইন সম্পর্কে থাকার কানাঘুষোর মাঝেই সামনে এল সিদ-কিয়ারারা বিয়ের তারিখ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সিদ্ধার্থ মলহোত্রা আর কিয়ারা আডবাণী এবার জীবনের আরও ধাপ এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ডিসেম্বরেই নাকি সিঙ্গল টু মিঙ্গল হতে চলেছেন সিদ-কিয়ারা। বিয়ের নির্দিষ্ট তারিখ সম্পর্কে এখন কিছু জানা যায়নি। তবে যত দূর জানা যাচ্ছে মুম্বইতেই বসবে এই স্টার কাপলের বিয়ের বিয়ের রিসেপশন পার্টি।

 

প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে নাকি সম্পর্কে রয়েছেন ওঁরা। শেরশাহ’তে অভিনয় করার সময়েই নাকি কিয়ারায় মন মজে সিদ্ধার্থের। সাড়া দেন কিয়ারাও। ব্যস, সেই থেকেই শুরু তাঁদের প্রেমের গল্প। তবে বলিউডের এই জনপ্রিয় কাপল, জাঁকজমক না করে একান্তে আইনী বিয়ে সারবেন বলেই খবর। এরপর শুরু হবে সেলিব্রশন পর্ব। বিয়ের পর ককটেল পার্টি এবং তারপর রিসেপশনের আয়োজন হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.