প্রয়াত অভিনেত্রী সোনালী চক্রবর্তী, শোকস্তব্ধ বিনোদন জগত
প্রয়াত অভিনেত্রী সোনালী চক্রবর্তী। দীর্ঘ রোগভোগের পর অবশেষে জীবনযুদ্ধে হার মানলেন প্রখ্যাত এই অভিনেত্রী। সোমবার ভোরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন অভিনেতা শঙ্কর চক্রবর্তীর স্ত্রী সোনালীদেবী। লিভারের সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। এমনটাই জানিয়েছেন তাঁর স্বামী তথা টলিউডের প্রখ্যাত অভিনেতা শংকর চক্রবর্তী।
শঙ্কর চক্রবর্তী ফেসবুকে খবরটি জানিয়ে স্ত্রীর ছবি পোস্ট করে লেখেন, ‘‘ভরা থাক স্মৃতিসুধায়।’’ গুরুতর অসুস্থ হয়ে শুক্রবার থেকে হাসপাতালে ভর্তি অভিনেত্রী সোনালি চক্রবর্তী। এর আগেও তিনি হাসপাতালে ভর্তি ছিলেন একই সমস্যা নিয়ে। সেই পুরনো অসুস্থতা দিন ধরেই অসুস্থ ছিলেন৷ এক সময় ভেন্টিলেটরের সাহায্যে রাখা হয়েছিল তাঁকে। কিন্তু তার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন।
টলিপাড়ায় সোনালী চক্রবর্তীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সকলেই শোকাহত। অভিনেত্রীর অসুস্থতার খবরে স্বামী শঙ্কর চক্রবর্তী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, পেটে ফ্লুইড জমেছিল অভিনেত্রীর। প্রথম অবস্থায় তাকে এই কারণেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এবং হাসপাতাল সূত্রেও জানা গিয়েছিল, আপাতত কিছুটা ভাল রয়েছেন। এবং বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে। এরপর তিনি শুটিংয়ে ফিরতে পারবেন, তবে তা আর হল না। সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সোনালী চক্রবর্তী।
বাংলা টেলিভিশন জগতের স্বনামধন্য অভিনেত্রী ছিলেন সোনালী চক্রবর্তী। তবে নায়িকা হিসেবে যতটা না জনপ্রিয়তা অর্জন করেছিলেন তার চেয়ে অনেক বেশি জনপ্রিয় ছিলেন খলনায়িকা হিসেবে। একাধিক ছবিতে অভিনয় করেছেন সোনালী। তবে বেশ অনেকদিন ধরেই বড়পর্দা থেকে সরে এসেছিলেন সোনালী।
সম্প্রতি ছোট পর্দায় দেখা যাচ্ছিল তাকে। গাটছড়া ধারাবাহিকে খড়ির জেঠিমার চরিত্রে দেখা গিয়েছিল সোনালীকে। তবে আরও কোনওদিনই কোনও চরিত্রে দেখা যাবে না তাকে। তিনি আর ফিরে আসবেন না। অভিনেত্রীর প্রয়াণে অনুরাগী থেকে তার সকল সহকর্মী ও পরিবারের সকলেই খুবই শোকাহত ।