বিনা নেমন্তন্নে ভুরিভোজ! ধরা পড়ে ডিস-প্লেট মাজতে হল এক পড়ুয়াকে
ভুবন মোহনকর: ০৪/১২/২০২২: হেডলাইন পড়েই হয়তো আঁচ করতে পারছেন ঘটনাটি কেমন লজ্জার! আবার কেউ কেউ বেশ মজা নিচ্ছেন। কিন্তু বিষয়টি একটু মানবিক হয়ে বলে বুঝবেন জে, অমানবিক কাজ। ঘটনাটি ঘটেছে পরশু সন্ধ্যায় জব্বলপুরে!
এক এম.বি.এ পড়ুয়া বিনা নিমন্ত্রণে একটি বিয়ে বাড়িতে ঢুকে পড়েছে। সেখানে নিমন্ত্রিত অতিথি অভ্যাগতদের সঙ্গে পাত পেড়ে খাচ্ছে। আর তারপরই দেখা গেল তাকে ঘিরে ধরেছেন বিয়ে বাড়ির লোকজনেরা। তারপর তাকে দিয়ে বিয়ে বাড়ির খাওয়ার প্লেট জোর করে ধোওয়ানো হচ্ছে। কারণ সে বিনা নেমন্তন্নে বিয়ে বাড়িতে অনাহূত হয়ে ঢুকে পড়ে পেটপুরে খেয়েছে।
এমবিএ পড়ুয়া একটার পর একটা নোংরা প্লেট সে ধুয়ে চলেছে। একজনকে বলতে শোনা যায় জানো বিনা পয়সা খাবার খাওয়ার শাস্তি কি। বাড়িতে যেমন করে বাসন ধোয়, সেভাবে এখন নোংরা প্লেট ধোও।একজন বলতে শোনা যায়, তুমি এমবিএ পড়ছো। তোমার বাবা-মা কি টাকা পাঠায় না? জবলপুরের বদনাম করেছো। কেমন লাগছে ডিস-প্লেট ধুতে?
জবাবে তাকে বলতে শোনা যায় বিনা পয়সায় খেয়েছি, কিছু তো করতে হবে। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক, নিন্দনীয় এবং অমানবিক। কেউ মজা পেলেও অধিকাংশ নেটিজেন বিষয়টি ভালো চোখে মোটেই দেখছেন না।