সপ্তাহের সবচেয়ে খারাপ দিন সোমবার! ঘোষণা গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের
ভুবন মোহনকর: ১৮/১০/২০২২: সপ্তাহের প্রথম দিন সোমবার! যে দিন দিয়ে সবার কর্মদিন শুরু হয়, আর সেই দিন টাই নাকি সপ্তাহের সবচেয়ে খারাপ দিন। আর এই ঘোষণা করলো খোদ গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস সংস্থা। এই সংস্থা তাদের ট্যুইটে জানিয়েছে এই কথা।
রবিবার ছুটির পরে সোমবার কর্মদিবসের শুরু হয়। ছুটিয়ে কাটিয়ে কর্মীদের মন থেকে ছুটির রেশ যায় না। অনেক ক্ষেত্রেই তীব্র বিরক্তি নিয়ে কর্মজগতে ছুটতে হয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পরেই সোশ্যাল মিডিয়া জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাওয়া গিয়েছে। গিনেস ওয়ার্ল্ডস রেকর্ডের এই টুইটের নীচে একজন লিখেছেন, এই ঘোষণাটি করতে একটু দেরি করলেন। তো অন্য একজন লিখেছন, সোমবার দিন যদি সপ্তাহে সব থেকে খারাপ দিন হয়, সেক্ষেত্রে বুধবারকে কি বলা যেতে পারে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তীব্র আলোচনা শুরু হয়ে গিয়েছে।
তবে বিশ্বজুড়ে বিভিন্ন সংস্থার কর্মীরা এতবাক্যে গিনিস ওয়ার্ল্ডস রেকর্ডসকে সমর্থন করেছে। রবিবার রাত থেকেই কর্মক্ষেত্রে যাওয়ার জন্য মানসিক একটা প্রস্তুতি শুরু হয়ে যায়। ছুটির রেশ থেকে যায়। আলসেমি কাটিয়ে আফিস যাওয়াটাই তখন একটা বড় কাজ হয়ে দাঁড়ায়। তবে মনোবিজ্ঞানীরা মনে করেন, প্রতিদিনের রুটিন থেকে একটু আলাদা, একটু আয়েশের। তারপরেই সোমবার আসে। প্রথম দিন থেকে কাজের ব্যস্ততা শুরু হয়। একটু নিঃশ্বাস ফেলার সময় হয় না। তাই ছুটির পরের দিন কাজে মন বসাত একটু বেশি পরিশ্রম করতে হয়। সেই কারণেই অনেকেই মনে করেন, সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় সোমবার উত্পাদন হারটাও অনেক কম থাকে। সব মিলিয়ে কর্মজগতে নতুন উদ্যোমে ফিরতে ফিরতে মঙ্গলবার হয়ে যায়। তাই অনেক গবেষণার পর সোমবার কেই সপ্তাহের মধ্যে সবচেয়ে বাজে দিন হিসেবে বলা হয়েছে।