কলকাতাখবরবিনোদনরাজ্যসেলিব্রিটি

অমর্ত্যলোকে চলে গেলেন অভিনেতা অভিষেক চ্যাটার্জী

অমর্ত্যলোকে চলে গেলেন অভিনেতা অভিষেক চ্যাটার্জী

অভিষেক চ্যাটার্জী মধ্যবিত্ত বাঙালি পরিবারের কাছে এক পরিচিত নাম।আপামর বাঙালির কাছে এই সুপুরুষ হাস্যজ্জল অভিনেতা ছিলেন চির‌উদীপ্ত সরল বাঙালি যুবক -এর প্রতীক। তাঁর তারুণ্য নিয়েই তিনি চলে গেলেন চিরঘুমের দেশে।

গতকাল একটি শুটিং চলাকালীন আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি। রাতে কলকাতার প্রিন্স আনোয়ার শা রোডে তাঁর বাসভবনেই মৃত্যু ঘটে বাংলা সিনেমা ও সিরিয়ালের জনপ্রিয় এই অভিনেতার।

অভিষেক চট্টোপাধ্যায়ের জন্ম হয় কোলকাতার বরানগরে ১৯৬৪ সালের ৩০ শে এপ্রিল। রুপোলি পর্দায় তঁর আবির্ভাব ঘটে নন্দন দাশগুপ্তের ‘অপরাধী’ ছবিতে, যদিও তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি হল ‘পথ ভোলা’ ।অভিনয় করেছেন ওরা চারজন, সুজন সখি, গীত সংগীত,সখি তুমি কার,প্রেম সংঘাত,সংঘর্ষ, আলোর -মত ব্লকবাস্টার মেইনস্ট্রিম সিনেমাতে ।পাশাপাশি বাড়িওয়ালি,দহন- এর মত আর্ট ফিল্মে দেখা গেছে তাঁর অভিনয় প্রতিভার ঝলক ।মাত্র ৫৭ বছরে এই চিরতরুণ অভিনেতার অকাল মৃত্যুতে টলিপাড়া সহ এপার বাংলা -ওপার বাংলার মানুষের ঘরে নেমে এসেছে শোকের ছায়া।

শিউলি মাইতি, কিউরিসিটি সংবাদ বার্তার নিউজ ডেস্ক থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.