সুরের আকাশে ফের নক্ষত্রপতন! প্রয়াত বাপি লাহিড়ি
“ইয়াদ আ রাহা হে, তেরা প্যার” গান আজ অনাথ । চলে গেলেন বাপি লাহিড়ী। বাংলার গানের আকাশ ক্রমাগত শূন্য হচ্ছে। গত কাল সন্ধ্যায় সুরেশ্বরী সন্ধ্যা মুখোপাধ্যায়ের চির বিদায়ের পর আজ সকালে গান ও সুর জগতের আরো এক নক্ষত্রের পতন হলো।যার নাম বাপি লাহিড়ী।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। মুম্বাইয়ের একটি হসপিটালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। প্রয়াত কলে তাঁর বয়স ৬৯।গত বছর এপ্রিলে তিনি করোনা আক্রান্ত হন। সেসময় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিছুদিন পরে সুস্থ হয়ে বাড়িও ফেরেন ‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ি। কিন্তু মঙ্গলবার মাঝরাতে ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ)’-তে আক্রান্ত হয়ে জীবনকে ‘আলবিদা’ জানালেন।
চিকিৎসারত ডাক্তার দীপক নমজোশির কথায়, তিনি এক মাস হাসপাতালে চিকিৎসারত ছিলেন। সোমবাারই দেওয়াা হয়েছিল হাসপাতালের পক্ষ থেকে ছুটি। তবে মঙ্গলবারই শারীরিক অবস্থার অবনতী ঘটে, পরিবারের তরফ থেকে ডাক্তারকে বাড়িতেই ডেকে পাঠানো হয়।
ডাক্তারের পরামর্শ তৎক্ষণাত তাঁকে হাসপাতালে ভর্তি করে পরিবার। বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের সমস্যা থাকায় দ্রুত চিকিৎসা শুরু করা হয়। অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়াতে মৃত্যু ঘটে বাপি লাহিড়ীর।