ফ্রি তে _দ্য কাশ্মীর ফাইল_ দেখার টোপ! হতে পারেন স্বর্বসান্ত, নেটিজেনদের সতর্কতা
ভুবন মোহনকর: ১৭/০৩/২০২২: ‘কাশ্মীর ফাইলস’ ছবির জনপ্রিয়তাকে সঙ্গে নিয়ে মানুষ ঠকাতে মাঠে নেমে পড়েছে জালিয়াতরা। ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপে শেয়ার হচ্ছে এই ছবি ডাউনলোডের নানা লিঙ্ক।
আর সেখানে ক্লিক করলেই বিপদ! খোয়াবেন সর্বস্ব। তাহলে পুরো ব্যাপারটা আরো খোলসা করা যাক! সম্প্রতি নয়ডা পুলিশের তরফ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানানে হয়েছে, নিখরচায় ডাউনলোড করার জন্য ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির একটি ভুয়ো লিংক হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়াচ্ছে। যে লিঙ্কে ক্লিক করে সর্বসান্ত হয়েছেন বহু মানুষ।
নয়ডা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, বহু মানুষই এই অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, দিল্লির এক বাসিন্দা প্রায় ৩০ লক্ষ টাকা খুইয়েছেন এই ফাঁদে পা দিয়ে। তাই সাধারণের কাছে পুলিশের অনুরোধ, হোয়াটসঅ্যাপে আসা কোনওরকম লিঙ্কে ক্লিক না করতে।
প্রসঙ্গত বলা যায়, গত শুক্রবার মুক্তি পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই বক্স অফিসে ঝড় তুলেছে ছবিটি। ১৫ কোটি টাকায় নির্মিত এই ছবিটি মাত্র পাঁচ দিনে ৬০ কোটি টাকার ব্যবসা করেছে ভারতীয় বক্স অফিসে। গত শনিবার প্রযোজক অভিষেক অগ্রবাল, পরিচালক বিবেক অগ্নিহোত্রী এবং অভিনেতা পল্লবী যোশী সহ ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির গোটা টিম দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।