AK-47 চেয়ে আবেদন সাধারণ নাগরিকের জেলাশাসক কে! চক্ষু চড়কগাছ পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের
ভুবন মোহনকর: ১৩/০৩/২০২২: আবেদনটা এসেছিল ই-মেলে। খুঁটিয়ে পড়তেই চক্ষু চড়কগাছ মেদিনীপুর কালেক্টরেটের কর্মীদের। অবাক খোদ জেলাশাসকও। আবেদনে লেখা ‘তাঁর কোনও অপরাধমূলক উদ্দেশ্য নেই। ‘সামাজিক সম্মান’ পেতে, আর ব্যক্তিগত নিরাপত্তার জন্যই তিনি *এ কে ৪৭* চাইছেন‘ (AK-47)
খড়গপুর গ্রামীণ এলাকায় বসবসকারী ওই ব্যক্তি আবেদনপত্রে কোনও ফোন নম্বর দেন নি। তবে যে মেল আইডি থেকে আবেদনটি এসেছে, তার সূত্র ধরে অনুমান, আবেদনকারীর নাম সম্ভবত মৌসিম পাহান ধরা যাচ্ছে। এমনকি তিনি এও বলেন, এক সময়ে তাঁর আচরণ অসামাজিক ছিল। পরিচিতেরাই তাঁকে ভুল পথে পরিচালিত করেছিলেন। এখন পুরো বদলে গিয়েছেন।
জেলা প্রশাসনের এক আধিকারিকের সহাস্য জবাব, ‘‘এ ভাবে কি কাউকে একে-৪৭ দেওয়া যায়?’’ আবেদনপত্রে অবশ্য জেলাশাসক রশ্মি কমলের প্রতি ওই ব্যক্তির অনুরোধ, ‘প্লিজ ম্যাম, একটু ভেবে দেখবেন!’ তবে ‘একে-৪৭’ রাখতে চেয়ে এমন আবেদন হতবাক করেছে সংশ্লিষ্ট দপ্তর থেকে শুরু করে আমজনতা সবাইকেই।