খবরজেলার খবরভাইরালরাজ্য

পাঁজরে বিঁধল বাঁশ! বিরল অস্ত্রপ্রচারে বাঁচল আহত, সফল উত্তরবঙ্গ মেডিক্যাল

পাঁজরে বিঁধল বাঁশ! বিরল অস্ত্রপ্রচারে বাঁচল আহত, সফল উত্তরবঙ্গ মেডিক্যাল

ভুবন মোহনকর: ০৮/০৩/২০২২: বিরল অস্ত্রোপচার সম্ভব হল উত্তরবঙ্গে। নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজে এক রোগীর পিঠে গেঁথে থাকা বাঁশ বের করা হল।পথদুর্ঘটনার কবলে পড়েন পাঞ্জিপাড়ার বাসিন্দা শোভা দেবী। একটি বাঁশ তাঁর বুকের বামদিক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে যায়। আক্ষরিক অর্থেই এফোঁড় ওফোঁড় হয়ে গিয়েছিল তাঁর বুক। পিঠের বাঁদিকে থোরাক্সে বাঁশের টুকরোটি ঢুকে গিয়েছিল।

শোভা দেবীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর শারীরিক পরিস্থিতি খারাপ হতে থাকায় জরুরিকালীন ভিত্তিতে রাতেই সাত সদস্যের একটি বোর্ড গঠন করে শুরু হয় অস্ত্রোপচার। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের শল্যবিভাগের প্রধান অমরেন্দ্র সরকারের নেতৃত্বে হয় অস্ত্রোপচার।

বোর্ডে ছিলেন আদর্শ বল্লভ নামে আরও এক চিকিৎসক। অস্ত্রোপচারে সাফল্য মেলে। যে বিরল গোত্রের অপারেশন এক্ষেত্রে করা হয়েছে তার নাম ‘থোরাকোটমি’। চিকিৎসক, অ্যানাথেসিস্ট এবং গোটা মেডিক্যাল টিমটির কাছে এই ধরনের একটি অপারেশন খুবই বড় মাপের চ্যালেঞ্জ ছিল। তাঁরা সফল ভাবে তার মোকাবিলাও করতে পেরেছেন। নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজের পক্ষে বিষয়টি খুব বড় সাফল্যও।

চিকিৎসকদের এই কৃতিত্বকে কুর্নিশ জানিয়েছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ ইন্দ্রজিৎ সাহা এবং হাসপাতাল সুপার ডাঃ সঞ্জয় মল্লিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.