নিওকোভের সন্ধান দিল উহান বিশ্ববিদ্যালয়
আরেক রকম করোনা ভাইরাসের খোঁজ পেয়েছেন উহান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। আর তা নাকি আরও শক্তিশালী, মারাত্মক।ফের নতুন ধরনের করোনা ভাইরাস ! হ্যাঁ, ‘নিওকোভ’ নামের করোনা ভাইরাস নিয়ে সতর্ক করল খোদ উহানের বিজ্ঞানীমহল।
তাঁরা জানিয়েছেন, এই ভাইরাসের সংক্রমণ ক্ষমতা অনেক বেশি। বহু লোকের মৃত্যু হতে পারে। একে রুখতে এখনও পর্যন্ত কেউ কোনও ভ্যাকসিন আবিষ্কার করতে পারেনি।
তবে এটা কিন্তু একেবারে নতুন নয়, জানাচ্ছে চিনের উহান বিশ্ববিদ্যালয় (Wuhan University) এবং চিনের অ্যাকাডেমি অফ সায়েন্সেস-এর ইনস্টিটউট অফ বায়োফিজিক্স (Institute of Biophysics of the Chinese Academy of Sciences) ।