তীব্র গরমে ঝড় বৃষ্টির পূর্বাভাস! আরও কয়েক ডিগ্রি তাপমাত্রা বাড়বে
ভুবন মোহনকর: ২২/০৫/২০২৩: পশ্চিম মেদিনীপুর: একদিকে বৃষ্টির রেশ অন্যদিকে হু হু করে চড়ছে তাপমাত্রার পারদ। আগামী কয়েকদিন এই গরম থেকে রেহাই নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। উল্টে রাজ্যে ৫ জেলায় জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা।
প্রায় ৪০° তে জ্বলছে পুরুলিয়া, বাঁকুড়া সহ ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও পাশিম মেদিনীপুর। পাশাপাশি তাপপ্রবাহ আরো বাড়ার ইঙ্গিত দিচ্ছেন হাওয়া মহল। তবে, মঙ্গলবার থেকে ফের রাজ্যে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুত্সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
অন্যদিকে দক্ষিণের জেলা গুলির মধ্যে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুত্-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। প্রসঙ্গত, নির্ধারিত সময়ে ১ জুন বর্ষা ঢোকে কেরলে। এই মরসুমে বর্ষা কেরলে আসবে ৪ জুন। অর্থাত্ এবছর বর্ষা দেরীতে ঢুকছে বলে জানিয়ে দিয়েছে মৌসম ভবন।
তবে, বঙ্গে বর্ষা কবে প্রবেশ করবে, সেই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। জানা গিয়েছে, আগে উত্তরবঙ্গে বর্ষা আসবে। তার অল্প কিছুদিন পরে বর্ষা প্রবেশ করবে দক্ষিণবঙ্গে।