অফবিটখবরচাকরি ও শিক্ষা

মহাশূন্যের শব্দ প্রকাশ নাসার! শুনলে শিউরে উঠবেন আপনিও

মহাশূন্যের শব্দ প্রকাশ নাসার! শুনলে শিউরে উঠবেন আপনিও

 

ভুবন মোহনকর! পশ্চিম মেদিনীপুর : অনন্ত মহাকাশ মানেই মহাশূন্য, আর এই মহাশূন্য নিয়ে মানুষ তথা বিজ্ঞানী দের আপার বিস্ময়। কারণ এই অসীম শুন্য মহাকাশ এক অপার বিস্ময়ের জায়গা। যে মহাকাশ আমার দূর থেকে দেখি নানা রঙের, নানা তারকা খচিত চন্দ্র সূর্যের পরিবার। কিন্তু সেই অসীম শুন্য মহাকাশের শব্দ প্রকাশ করলো নাসা। মহকাশের শব্দ। সেই শব্দ শুনলে আপনার গায়ে কাঁটা দিতে পারে।

মহাকাশের সেই শব্দ এমনিতে শোনা সম্ভব নয়। ব্ল্যাক হোল সাউন্ড মেশিনের মাধ্যমে বিজ্ঞানীরা সেটিকে মানুষের কানে শোনার মতো তরঙ্গে পরিণত করেন। নাসা-ও ঠিক তাই করেছে। আর সেই শব্দ আপনাকে চমকে দিতে পারে এমনকি এই শব্দ শুনে আপনি ভয় পেয়ে যাবেন।

 

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে, পার্সিয়াস গ্যালাক্সি ক্লাস্টারে জমা গ্যাস থেকে যে শব্দতরঙ্গ সৃষ্টি হয়েছে সেটিকে অ্যামপ্লিফাই করা হয়েছে। ব্ল্যাক হোলের সেই শব্দকেই বিশেষ উপয়ে শ্রুতিযোগ্য করে তোলা হয়েছে। এমন শব্দ শুনে আপনার গায়ে কাঁটা দিতে পারে। চলুন শুনে নেওয়া যাক সেই শব্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.