রাজ্যে কনস্টেবল নিয়োগ চলছে মাধ্যমিক পাশেই! ২২ শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আবেদন
নিজস্ব সংবাদদাতা: সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে কনস্টেবল নিয়োগ চলছে মাধ্যমিক পাশেই তারই বিজ্ঞপ্তি প্রকাশ হলো। ভারতীয় নাগরিক অর্থাৎ রাজ্যের যে কোন প্রান্তের যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে। বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনটি পড়বেন।
পদের নাম: Constable/ Driver
মোট শূন্যপদ: 183 টি ( UR-76, SC-27, ST-13, OBC-49, EWS -18)
পদের নাম: Constable/ (Driver -Cum- Pump- Operator)
মোট শূন্যপদ: ২৬৮ টি ( UR-111, SC-40, ST-19, OBC-72, EWS -26)
বয়স: উভয়পদের ক্ষেত্রেই ২১ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে প্রার্থীর বয়স। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সক্ষেত্রে ছাড় দেওয়া হবে। বয়স হিসেব করা হবে ২২শে ফেব্রুয়ারি ২০২৩ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক পাস থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে অন্তত তিন বছরের।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে ইচ্ছুক প্রার্থীরা। রেজিস্ট্রেশন করতে হবে www.cisfrectt.in.
Registration করার সময় প্রার্থীকে নিজের ইমেইল আইডি ,বৈধ ফোন নাম্বার, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ জরুরী ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি: আবেদন ফি বাবদ unreserved, OBC,EWS প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা দিতে হবে। এবং SC,ST,PWD দের কোনরূপ কোন ফি দিতে হবে না। আবেদন ফি আপনারা জমা দিতে পারবেন Net Banking, Credit Card Debit Card ও UPI এর মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ: ২২শে ফেব্রুয়ারি, ২০২৩।