সুখবর! ১ লক্ষ ২৫ হাজার বিভিন্ন পদে নিয়োগ, নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর
ভুবন মোহনকর: ৩০/০৫/২০২৩: অপেক্ষার অবসান, রাজ্যে বিপুল সংখ্যক নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে ১ লাখ ২৫ হাজার পদে নিয়োগ করার কথা ঘোষণা করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
প্রাথমিক, উচ্চপ্রাথমিক, নার্স, অঙ্গনওয়াড়ি, পুলিশ, গ্রুপ সি এবং ডি সহ একাধিক ক্ষেত্রে এই নিয়োগ হবে। নবান্ন সভাঘরে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিকে ১১ হাজার ও উচ্চপ্রাথমিকে সাড়ে ১৪ হাজার প্রার্থী নিয়োগ করা হবে। রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ২২০০ অধ্যাপক নিয়োগ করা হবে বিশ্ববিদ্যালয়গুলিতে।
পাশাপাশি গ্রুপ-ডি পদে ১২ হাজার, গ্রুপ-সি পদে ৩ হাজার, নার্স ৭ হাজার, পুলিশে ২০ হাজার, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ৯৪৯৩ কর্মী নিয়োগ হবে। এক্সাইজ কনস্টেবল পদে ৩ হাজার লোক নিয়োগ করা হবে। পাশাপাশি স্বাস্থ্য দফতরে ২ হাজার চিকিত্সক নিয়োগের পরিকল্পনা নিয়েছে নবান্ন।
কমিউনিটি হেল্থ বিভাগে ২ হাজার এবং ৭ হাজার আশাকর্মী নিয়োগ করা হবে। পাশাপাশি বিভিন্ন প্রকল্পে ও অন্যান্য দপ্তরে আরও ১৭ হাজার নিয়োগ করা হবে। পুরো কার্য্যক্রম সম্পূর্ণ হবে আগামী ১ বছরে।
কোন দফতরে কত নিয়োগ একনজরে-
▪️প্রাথমিকে – ১১ হাজার শিক্ষক নিয়োগ হবে।
▪️উচ্চপ্রাথমিকে – ১৪ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ হবে।
▪️কলেজ, বিশ্ববিদ্যালয়ে – ২২০০ অধ্যাপক নিয়োগ হবে।
▪️পুলিশবাহিনীতে – ২০ হাজার নিয়োগের প্রক্রিয়া শুরু।
▪️রাজ্য সরকারি গ্রুপ ডি পদে – ১২ হাজার নিয়োগ হবে।
▪️রাজ্য সরকারি গ্রুপ সি পদে – ৩ হাজার নিয়োগ হবে।
▪️স্বাস্থ্য দফতরে – ২ হাজার চিকিত্সক নিয়োগ হবে।
▪️নার্স নিয়োগ – ৭ হাজার করা হবে।
🔺আরও অন্যান্য অফিসেও নিয়োগ হবে সেগুলো বিস্তারিত নিচে দেওয়া হলো।
▪️২ হাজার কমিউনিটি হেলথ ওয়ার্কার নিয়োগ হবে।
▪️৭ হাজার আশা কর্মী নিয়োগ হবে।
▪️সমাজকল্যাণ দফতরে অঙ্গনওয়াড়ি কর্মী পদে ৯৪৯৩ জন নিয়োগ হবে।
অঙ্গনওয়াড়ি সহায়ক পদে ১৩,৯২৬ জন নিয়োগ হবে।
🔹পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন পদে ও বিভিন্ন প্রকল্পে আরও ১৭ হাজার কর্মী নিয়োগ হবে!