জালিয়াতি নাকি ম্যাজিক! ০ বেড়ে ৫৭, ১ বেড়ে হল ৫৬, চরম জালিয়াতি এস.এস.সি গ্রুপ সি তে
নিজস্ব সংবাদদাতা: ১৩/০৩/২০২৩: কিছুদিন আগেই ৮৪২ জনের চাকরি গিয়েছে। এবার হাইকোর্টের নির্দেশেই গ্রুপ সি-র চাকরি প্রাপকদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। আর সেই তালিকাতেই স্পষ্ট হয়ে গেল, গ্রুপ সি-র নিয়োগ প্রক্রিয়া কী ধরনের কল্পনাতীত দুর্নীতি হয়েছে।
একি দুর্নীতি নাকি ম্যাজিক? প্রশ্ন স্বয়ং বিচারপতির। তালিকায় ৮ নম্বরে থাকা আবদুল মান্নান সরকারের কথা ধরা যাক। পরীক্ষায় তাঁর প্রাপ্ত নম্বর ছিল ০, কিন্তু যে ওএমআর শিট প্রকাশ করা হয়েছে তাতে জ্বলজ্বল করছে ৫৭। আবার অভিষেক মাইতির কথা ধরা যাক, শূন্য হয়ে গেছে ৫৬।
এখানেই শেষ নয়, প্রাপ্ত নম্বর এবং ওএমআর শিটে দেখানো নম্বরের ফারাক কোথাও ৫৫, কোথাও ৫২। প্রাপ্ত ১ নম্বর গিয়ে দাঁড়িয়েছে ৫৬ তে সেই উদাহরণও রয়েছে তালিকায়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে ১০ নম্বরের কম পাওয়া প্রার্থীদেরই নম্বর বাড়ানো হয়েছে। সূত্রের খবর,
আজ সোমবার, যে ৩ হাজার ৪৭৮ জনের তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে ৩ হাজার ৩০ জনেরই দেদার নম্বর বাড়ানো হয়েছে। প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশেই এই তালিকা প্রকাশ করেছে কমিশন।