কলকাতাখবরজেলার খবরদেশরাজ্য

নজরে বৃহত্তর বাম ঐক্য, কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে পথে নামছে বামেরা

নজরে বৃহত্তর বাম ঐক্য, কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে পথে নামছে বামেরা

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা ,২৩/০৫/২০২১

মূল্যবৃদ্ধি সহ কেন্দ্রীয় সরকারের একাধিক জনবিরোধী নীতির বিরুদ্ধে দেশজুড়ে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত প্রতিবাদ কর্মসূচীর ডাক দিয়েছে ৫টি বামপন্থী দল। তারই অঙ্গ হিসাবে পশ্চিমবঙ্গেও জেলা ও কলকাতায় কর্মসূচী করার সিদ্ধান্ত নেওয়া হলো বৈঠক করে।

 

আলিমুদ্দিনের এই বৈঠকে CPIM সহ বামফ্রন্টের শরীক দলগুলি ছাড়াও CPI(ML), লিবারেশান এর নেতৃত্বরা উপস্থিত ছিল। বৃহত্তর বাম ঐক্য গড়ে কেন্দ্রের বিরুদ্ধে পথে নামতে চাইছে বামদলগুলি। বামফ্রন্ট ও বামফ্রন্টের বাইরে মোট ১৬ টি বামপন্থী দলসমূহের আহ্বানে এই কর্মসূচী নেওয়া হবে। ২৫ থেকে ৩০ মে পর্যন্ত জেলায় জেলায় পথসভা, মিছিল, মশাল মিছিলের মতো কর্মসূচী নেওয়া হবে। প্রথমে জেলাস্তরে ছোটো ছোটো পথসভা হবে, তারপর ব্লকস্তরে ডেপুটেশান দেওয়া হবে। মশাল হাতে মিছিল করবেন বামকর্মীরা। জেলাস্তরে বড় বড় সমাবেশ করার পরিকল্পনাও রয়েছে তাদের। আর ৩১ শে মে ধর্মতলার মেট্রো চ্যানেলে অবস্থান বিক্ষোভ হবে। অথবা ওই দিন রানী রাসমনী অ্যাভেনিউতে সমাবেশও হতে পারে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

 

এদিন বামদলগুলির বৈঠকে উপস্থিত ছিলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম, স্বপন বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষস্থানীয় নেতৃত্বরা।

 

বস্তুত বামেরা দেশজুড়েই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে চাইছে। আর এই আন্দোলনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে নিজেদের সংগঠনের হালহকিকত খতিয়ে দেখে নিতে চাইছে বামপন্থী দলগুলি। তাছাড়া বৃহত্তর বাম আন্দোলন সংগঠিত করার মাধ্যমে বামফ্রন্টকে আরোও শক্তিশালী করার লক্ষ্যমাত্রা নিয়েছে বামনেতৃত্বরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.