প্রাপ্য ডিএ চাই চাই: এবার কর্মবিরতির ডাক আন্দোলন কারীদের
ভুবন মোহনকর: ১৭/০২/২০২৩:সরকারি কর্মীরা ইতিমধ্যেই রাস্তায় নেমেছে কারণ তাদের বকেয়া ডিএ দিতে হবে।বকেয়া ডি এ-র দাবীতে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চ, আগামী সোম ও মঙ্গলবার সমস্ত সরকারি দপ্তরে কর্মবিরতির ডাক দিয়েছে।
এই দুই দিন তাঁরা সম্পূর্ণ ভাবে কর্ম বিরতি রাখবেন বলে জানিয়েছেন। এই দাবীতে আজ রাজ্যপালের কাছে স্মারকলিপি দেবার কর্মসূচী রয়েছে, রাজ্য কো-অর্ডিনেশন কমিটির। প্রসঙ্গত, রাজ্য সরকারের তরফ থেকে বাজেট পেশ করা হয়েছে , আর সেখানেই মাত্র ৩%শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা করা হয়েছে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের তরফ থেকে। আর এই ঘোষণা শোনার পরে আরো ক্ষুব্ধ হয়ে যায় সরকারি কর্মচারীরা।
তাই এবার তারা সিদ্ধান্ত নিয়েছে আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি রাজ্যের সমস্ত সরকারি কর্মীরা ধর্মঘটের ডাক দিয়েছে। করা দাবি করছে তাদের ৩৯ শতাংশ মহার্ঘ ভাতা বাকি। আর সেখানে কোন হিসেবে সরকার ৩% ডিএ তাদের জন্য ঘোষণা করে। গতকাল যৌথ মঞ্চ তরফ থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে রাজ্য সরকার যদি তাদের বকে মহার্ঘ ভাতা মিটিয়ে না দেয়, তাহলে আগামীতেও এই ধরনের কর্মসূচি গ্রহণ করবে তারা।
এর আগেও দ্বারা হুশিয়ার দিয়েছিল যদি তাদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া না হয় তাহলে রাজ্যকে অচল করে দেবে তারা, কোনো কাজ তারা করবে না লাগাতার করবে তারা আন্দোলন। যতদিন ৩৯% ডি এ দেওয়া হচ্ছে না তার দিন এই আন্দোলন চলবে।