খবর আসল না নকল? সচেতনতার জন্য একদিনের কর্মশালা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালায়ে
ভুবন মোহনকর: পশ্চিম মেদিনীপুর: ২১/০৪/২০২২: খবর সত্যি না মিথ্যে, এবং ভুয়ো খবর প্রচার ও তার থেকে সাবধান হওয়ার জন্য জঙ্গলমহলে একদিনের কর্মশালা”র আয়োজন করল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। ডিজিটাল যুগে সময়ের সঙ্গে তাল মিলিয়ে পেপার ও টিভির পাশাপাশি এবার ডিজিটাল পত্রপত্রিকারও রমরমা বাজারে । তবে তাতে সমস্যা করেছে ভুয়ো খবর।
এই একদিনের কর্মশালায় শুধু ছাত্রছাত্রী নয়, সঙ্গে জেলার বিভিন্ন পত্রপত্রিকায় সঙ্গে অনলাইন পোর্টালে কর্মরত সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়।
এছাড়াও, উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিবাজিপ্রতিম বসু, রেজিস্ট্রার জয়ন্তকিশোর নন্দী, সুনীলকুমার মল্লিক, প্রলয় লাহা, তপনকুমার দে প্রমুখ ব্যক্তিবর্গ। কর্মশালায় ছাত্রছাত্রীদের পাশাপাশি জেলার সাংবাদিকদেরও সচেতন করা হয়।
ভিডিয়োর মাধ্যমে কীভাবে ফেক নিউজ অর্থাৎ ভুয়ো খবর এড়ানো যায়, কীভাবে ফেক নিউজ চেনা যায় এবং তা প্রতিরোধ করতে কী কী ব্যবস্থা নেওয়া যায় সে ক্ষেত্রে বোঝান সবাইকে।