চাকরি ও শিক্ষা

Forest Department Recruitment : চাকরির সুযোগ, বন দপ্তরে চলছে নিয়োগ 

চাকরির সুযোগ, বন দপ্তরে চলছে নিয়োগ 

 

নিজস্ব সংবাদদাতা: বনদপ্তরে চলছে কয়েকশো কর্মী নিয়োগ। বেকার কর্ম প্রার্থীর জন্য ফের সুখবর। সেই মর্মের গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ এল। যেকোনো প্রান্তের কর্ম প্রার্থীরা আবেদন করতে পারবে এখানে। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের নিয়ন্ত্রনাধীন বন বিভাগের রিসার্চ অ্যান্ড এডুকেশন ইন্সটিটিউটে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে ।

এবার জেনে নেওয়া যাক প্রকাশিত বিজ্ঞাপনের যাবতীয় তথ্য সম্পর্কে – প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ – 1/FRI/GC/2022   Dated – 09/12/2022

 

আবেদন পদ্ধতি – 

 

এক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে । প্রথমে ভারত সরকারের পরিবেশ মন্ত্রকের অধীনে বন বিভাগের নির্দিষ্ট ওয়েব সাইট (http://fri.icfre.gov.in) গিয়ে প্রথমে আবেদন পত্র দাউন লোড করে নিতে হবে । এরপর ওই আবেদন পত্রে প্রার্থীকে তাঁর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে । সব শেষে নিজের ছবি এবং সই আপলোড করে আবেদন পত্র টি সাবমিট করতে হবে।

 

 

নিয়োগ পদ্ধতি – 

 

এক্ষেত্রে আবেদনকারীকে প্রথমে ডেকে নেওয়া হবে কম্পিউটারে অনলাইন পরীক্ষার জন্য । অনলাইন পরীক্ষায় সফল এবং যোগ্য প্রার্থীদের পরবর্তী ধাপে ডেকে নেওয়া হবে ইন্টারভিউ এবং পারসোনালিটি টেস্টের এবং প্রাসঙ্গিক বিষয়ে দক্ষতার পরীক্ষার জন্য। সব শেষে তৈরি হবে চূড়ান্ত প্রার্থী তালিকা । সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র ।

 

 

শূন্যপদের বিবরণ – 

 

পদের নাম – টেকনিশিয়ান ফিল্ড/ ল্যাব রিসার্চ (TECHNICIAN FIELD /LAB REASERCH)

 

শূন্যপদ – ২৩ টি (সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে ১০ সাধারণ , দুটি তপশিলি জাতী , ২ টি তপশিলি উপজাতি , ২ টি ও বিসি এবং ৭ টি পদ অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়াদের জন্য সংরক্ষিত )

 

বয়স সীমা – এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে ।

 

শিক্ষাগত যোগ্যতা – আবেদনকারীকে অবশ্যই বিজ্ঞান শাখায় ৬০ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ।

 

 

পদের নাম – টেকনিশিয়ান মেইন্টেন্যান্স (TECHNICIAN MAINTENANCE )

 

শূন্যপদ – ৬ টি সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে দুটি সাধারণ , একটি তপশিলি জাতী , বাকি তিনটি সংশ্লিষ্ট ট্রেডের ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্নদের জন্য সংরক্ষিত )

 

বয়স সীমা – এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে ।

 

শিক্ষাগত যোগ্যতা – আবেদনকারীকে অবশ্যই  মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ।  তৎসহ সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই ডিগ্রীধারী হতে  হবে ।

 

 

পদের নাম – টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্যারা মেডিক্যাল (TECNICAL ASSISTANT PARA MEDICAL )

 

শূন্যপদ – ৭ টি ( সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে দুটি সাধারণ পাঁচটি সংশ্লিষ্ট ট্রেডের ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্নদের জন্য সংরক্ষিত )

 

বয়স সীমা – এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে ।

 

শিক্ষাগত যোগ্যতা – আবেদনকারীকে অবশ্যই বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক অথবা স্নাতক পাশ হতে হবে ।  তৎসহ সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারী হতে হবে ।

 

 

পদের নাম – লোয়ার ডিভিশন ক্লার্ক (LOWER DIVISION CLERK)

 

শূন্যপদ – ৫ টি ( সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে ৩টি সাধারণ ২ টি তপশিলি উপজাতি , ১ টি ওবিসি প্রার্থীদের জন্য সংরক্ষিত )

 

বয়স সীমা – এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে ।

 

শিক্ষাগত যোগ্যতা –  বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে আবেদনকারীকে । পাশাপাশি ৩০-৩৫ টি শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে মিনিটে ইংরাজি অথবা হিন্দিতে  ।

 

 

পদের নাম – ফরেস্ট গার্ড (FOREST GUARD)

 

শূন্যপদ – ২ টি (সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে একটি সাধারণ এবং একটি পদ অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়াদের জন্য সংরক্ষিত )

 

বয়স সীমা – এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে ।

 

শিক্ষাগত যোগ্যতা – আবেদনকারীকে অবশ্যই বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । পাশাপাশি দৈহিক ভাবে সক্ষম হতে হবে  ।

 

 

পদের নাম –  স্টেনোগ্রাফার (STENOGRAPHER)

 

শূন্যপদ – ১ টি

 

বয়স সীমা – এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে ।

 

শিক্ষাগত যোগ্যতা – আবেদনকারীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । পাশাপাশি  স্টেনোগ্র্যাফিতে দক্ষতা থাকতে হবে ।

 

 

পদের নাম –  স্টোর কিপার (STORE KEEPER)

 

শূন্যপদ – ২ টি  (সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে একটি সাধারণ এবং একটি পদ অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়াদের জন্য সংরক্ষিত )

 

বয়স সীমা – এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে ।

 

শিক্ষাগত যোগ্যতা – আবেদনকারীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ।

 

 

পদের নাম – ড্রাইভার (DRIVER)

 

শূন্যপদ – ৪ টি  (সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে দুটি সাধারণ এবং একটি তপশিলি জাতী এবং একটি পদ অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়াদের জন্য সংরক্ষিত )

 

বয়স সীমা – এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে ।

 

শিক্ষাগত যোগ্যতা – আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । পাশাপাশি হালকা অথবা ভারী যানবাহন চালানোর এবং রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে ।

 

 

পদের নাম – মাল্টি টাস্কিং স্টাফ (MULTI TASKING STAFF)

 

শূন্যপদ – ২২ টি   (সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে ১০ সাধারণ , ৫টি তপশিলি জাতী ,  একটি তপশিলি উপজাতি , ২ টি ওবিসি এবং ৪ টি পদ অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়াদের জন্য সংরক্ষিত )

 

বয়স সীমা – এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে ।

 

শিক্ষাগত যোগ্যতা – আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।

 

 

প্রয়োজনীয় ডকুমেন্টস —

 

আবেদন ফর্ম পূরণের সময় প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি গুলি সঙ্গে রাখতে হবে সেগুলি হল,

 

১। প্রার্থীর বয়সের প্রমান পত্র,

 

২। জাতী গত সংশাপত্র,

 

৩। শিক্ষাগত যোগ্যতা,

 

৪। ভোটার কার্ড,

 

৫। আঁধার কার্ড,

 

৬ পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ইত্যাদি

 

 

আবেদন এবং নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন – (http://fri.icfre.gov.in )

 

 

আবেদনের শেষ সময় সীমা – 19/01/2023

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.