টলিউডবিনোদনসেলিব্রিটি

Best pairs of Bengali serials : বর্ষ শেষে থাকলো বাংলা সিরিয়ালের ৫ সেরা জুটির তালিকা

5 best pairs of Bengali serials

বর্ষ শেষে থাকলো বাংলা সিরিয়ালের ৫ সেরা জুটির তালিকা

 

নিজস্ব সংবাদদাতা: আর মাত্র কটা দিন বাকি আছে বছর শেষ হতে। বছর শেষ হওয়ার সাথে সাথে পাল্টে যাচ্ছে বাংলা সিরিয়ালের কিছু চরিত্র, পাল্টে যাচ্ছে সিরিয়ালের সময় আবার কিছু কিছু সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে। তার সাথেই চলছে সেরা জুটির তালিকা নিয়ে চুল চেরা বিশ্লেষণ। আপনাদের সামনে থাকলো সেই ৫ সেরা জুটির তালিকা।

 

মিঠাই ও সিদ্ধার্থ : দেখতে দেখতে দু বছর পেরিয়ে গিয়েছে মিঠাই সিরিয়ালের। তবে এখনও মিঠাই-সিদ্ধার্থ জুটির জনপ্রিয়তা কমেছে বলে মনে হয় না। দর্শকদের কাছে শুরুর দিনের মত আজও সেরা মিঠাই আর সিদ্ধার্থ। একসময় একটানা সবচেয়ে বেশিবার টিআরপি তালিকা টপার হওয়া থেকে একাধিক অ্যাওয়ার্ড উঠেছে সিধাই জুটির হাতে। বর্তমানে টিআরপি কিছুটা কমেছে ঠিকই তবে বছরের সেরা জুটির তালিকা হলে সবার আগেই আসে এই জুটি।

 

 

খড়ি ও ঋদ্ধি : ষ্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল গাঁটছড়া। গল্পে গরিব ঘরের মেয়ে হলেও শিল্প ভালোবাসে খড়ি। অন্যদিকে একপ্রকার বদমেজাজি বড়লোক ব্যবসায়ী ছিল ঋদ্ধিমান। এরপর দুজনের বিয়ে হয় আর সমস্ত প্রতিকূলতা পেরিয়ে একেঅপরকে বুঝতে পারে ও ভালোবেসে ফেলে। সিরিয়ালে খড়িদ্ধি জুটির জনপ্রিয়তা আজও চোখে পড়ার মত।

 

 

ঈশান ও গৌরী : বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে অন্যতম গৌরী এলো। গ্রামের মেয়ে গৌরীর বিয়ে হয়েছে ডাক্তার ঈশানের সাথে। এদিকে বিয়ের পর তাকে গৌরী মা বানিয়ে দেওয়া হয়েছে। যদিও সিরিয়ালের বিরুদ্ধে কুসংস্কার দেখানোর অভিযোগ উঠেছে বহুবার। তবে টিআরপি তালিকায় বেশ কয়েকবার টপার হয়েছে সিরিয়ালটি। তাছাড়া ঈশান-গৌরী জুটিও বেশ জনপ্রিয় দর্শকদের কাছে।

 

জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু : বছরের শেষের দিকে শুরু হলেও ইতিমধ্যেই বাংলার সেরা সিরিয়ালের তালিকায় নাম উঠে গিয়েছে জগদ্ধাত্রীর। বিগত কয়েক সপ্তাহ ধরে জ্যাসের অভিনয় মন কেড়েছে সকলের। আর সিরিয়ালে জ্যাস অর্থাৎ জগদ্ধাত্রী স্বয়ম্ভুর জুটি বেশ ভালোই লাগছে সকলের।

 

রঞ্জা ও মল্লার : সেরার তালিকা তৈরী হলে আরও একটু জুটির নাম বহুবার উঠে আসে। সেটি হল পিলু সিরিয়ালের রঞ্জা-মল্লার জুটি। যদিও সিরিয়ালের মূল চরিত্র ছিল আহির-পিলু। তবে নায়ক নায়িকাকেও ছাপিয়ে গিয়েছিল দুই পার্শ্বচরিত্রে জুটি।

 

দর্শকের মতে এই ৫ জুটি ছাড়াও আরও সেরা জুটি আছে। ধূলোকনা সিরিয়ালের লালন-ফুলঝুরি, মন ফাগুন সিরিয়ালের পিহু-ঋষি এর মধ্যে অন্যতম।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.