দ্বাদশ শ্রেণীতে পাশ করলেই কলেজে ভর্তি হওয়া যাবে না! ফের ফিরে যাওয়া হলো পুরনো নিয়মে
নিজস্ব সংবাদদাতা: সেই পুরনো স্বাভাবিক নিয়মে ফিরছে শিক্ষা ব্যবস্থা। করোনা কাল পেরিয়ে এসে সেই পুরনো নিয়মে ফিরে যেতে দেখা গেল জেইই মেন এন্ট্রাস (JEE Main) টেস্টের পদ্ধতি। পুরনো নিয়মেই ভর্তি হতে হবে ছাত্র-ছাত্রীদের।
আগের নিয়মে ছিল উচ্চমাধ্যমিকে ৭৫ শতাংশ নম্বর থাকতে হবে জেইই-মেনসের ক্ষেত্রে ভর্তির জন্য। এই নিয়ম করোনা কালের জন্য কিছুটা পরিবর্তন করা হলেও, পরে পরিস্থিতি আবার স্বাভাবিক হলে ফের আগের নিয়মে ফিরে আসে।
ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) বর্তমান সময়ে এই বিষয়ে জানিয়েছেন, এবার থেকে জেইই মেন এন্ট্রাস টেস্টে পাশ করার পাশাপাশি প্রার্থীদের দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর থাকতেই হবে। না হলে কলেজে ভর্তি হতে পারবে না সেই পড়ুয়া।
এনটিএ আরও জানায়, যে যোগ্যতামান পূরণ করতে হত প্রবেশিকা পরীক্ষায় বসার জন্য, তার উপরও কোন হের ফের করা হয়নি। এছাড়াও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT), ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (NIT) মতো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের অন্ততপক্ষে ৭৫ শতাংশ নম্বর থাকতে হবে ভর্তির ক্ষেত্রে।
একটি বিবৃতি জারি করা হয় এনটিএয়ের পক্ষ থেকে সেখানে বলা হয়েছে, ছাত্র-ছাত্রীদের সর্বভারতীয় র্যাঙ্কিংয়ের ভিত্তিতে প্রার্থীরা এনআইটি, আইআইটি এবং কেন্দ্রীয় অর্থপ্রাপ্ত প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠানের B.E./ B.Tech/ B.Arch/ B.Planning কোর্সে ভর্তি হতে হলে দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক।
তবে এক্ষেত্রে তপশিলি জাতী ও উপজাতিদের ক্ষেত্রে ৬৫ শতাংশ নম্বর পেতে হবে। এবং সর্বোপরি প্রার্থীদের দ্বাদশ শ্রেণীর সকল বিষয়েই পাস হতে হবে।